জিডিপি প্রবৃদ্ধি ৫.২৪ শতাংশ
করোনাভাইরাসে দীর্ঘদিন অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকার পরও গেল ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ২৪ শতাংশ। সেই সঙ্গে দেশের মাথাপিছু গড় আয় প্রথমবারের মতো দুই হাজার মার্কিন ডলার অতিক্রম করে দুই হাজার ৬৪ ডলারে পৌঁছেছে।
আজ মঙ্গলবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মোট দেশজ উৎপাদন (জিডিপি) ও মাথাপিছু আয়ের সাময়িক হিসাব প্রকাশ করে। তাতে এই চিত্র উঠে এসেছে।
২০১৮-১৯ অর্থবছরে বার্ষিক মাথাপিছু গড় আয় ছিল এক হাজার ৯০৯ ডলার। তার আগের অর্থবছরের তুলনায় সে বছর জিডিপির প্রবৃদ্ধি হয়েছিল ৮ দশমিক ১৫ শতাংশ।
বিবিএস এর তথ্য অনুযায়ী ২০১৭-১৮ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল ৭ দশমিক ৮৬ শতাংশ এবং তার আগের অর্থবছরে প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ২৮ শতাংশ।
বিবিএসের তথ্য অনুযায়ী, গেল অর্থবছরে স্থির মূল্যে দেশের শিল্প খাতে প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৪৮ শতাংশ। এর আগের অর্থবছরে এই খাতে ১২ দশমিক ৬৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল। অন্যদিকে সেবা খাতে গেল অর্থবছরে প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ৩২ যা আগের অর্থবছরে ছিল ৬ দশমিক ৭৮ শতাংশ।
শিল্প ও সেবা খাতের মতো প্রবৃদ্ধি কমেছে কৃষিতেও। গেল অর্থবছরে কৃষিক্ষেত্রে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ১১ শতাংশ। তার আগের অর্থবছরে এই প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৯২ শতাংশ।
Comments