করোনায় জিনপিংয়ের সঙ্গে 'দৃঢ়' বন্ধন বদলেছে: ট্রাম্প
করোনা মহামারির কারণে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সুসম্পর্ক বদলেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিন জিনপিংয়ের সঙ্গে কথা হয়নি বলেও জানিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার ফক্স স্পোর্টস রেডিওকে দেওয়া এক সাক্ষাতকারে ট্রাম্প এ সব কথা বলেন বলে জানিয়েছে রয়টার্স।
গত বছর দুই দেশের মধ্যে প্রথম ধাপের বাণিজ্য চুক্তির কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, 'শি জিনপিং এর সঙ্গে আমার বেশ উষ্ণ সম্পর্ক ছিল। আমি তাকে পছন্দ করি। তবে, এখন আর সেরকম কিছু মনে হচ্ছে না।'
করোনা পরিস্থিতিতে এ অনুভূতি বদলেছে বলে জানান ট্রাম্প।
'অবশ্যই অন্যরকম অনুভূতি হচ্ছে। একটা খুব ভাল সম্পর্ক ছিল এবং আমি তার সঙ্গে দীর্ঘ দিন কথা বলিনি', যোগ করেন তিনি।
ট্রাম্প বলেন, 'করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর যে বিরোধ সৃষ্টি হয়েছে, তা বাণিজ্য বিরোধের চেয়েও ভয়ঙ্কর। লাখো মানুষের মৃত্যু...পুরো পৃথিবী থেমে আছে। এটা খুবই বাজে ব্যাপার।'
গত বছরের শেষদিকে চীনের উহানে করোনাভাইরাসের প্রদুর্ভাব দেখা দেয়। এখন পর্যন্ত পৃথিবীর দুই কোটিরও বেশি লোক এতে আক্রান্ত হয়েছে। যুক্তরাষ্ট্রে অন্তত ৫০ লাখ লোক আক্রান্ত হয়েছে করোনাভাইরাসে এবং তাদের মধ্যে এক লাখ ৬৩ হাজার জন মারা গেছে।
Comments