যশোরে কাভার্ডভ্যানের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
যশোরের ঝিকরগাছা উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার বিকেলে বেনাপোল-যশোর মহাসড়কের ঝিকরগাছা উপজেলার বেনেয়ালি গির্জার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোটরসাইকেল চালক যশোর শহরের সার্কিট হাউজ পাড়ার কাজী মুশফিক মাহবুব (২৪) ও তার বন্ধু যশোর শহরের মিশনপাড়ার কাব্য দাস (২৮)।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে মাহবুব ও কাব্য দাস বেনাপোল থেকে মোটরসাইকেলে করে যশোরে আসছিলেন। পথে ঝিকরগাছার বেনেয়ালি গির্জার সামনে পৌঁছালে, বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়।
কাভার্ডভ্যানটি জব্দ করা যায়নি বলেও জানায় পুলিশ।
Comments