বরগুনার সেই এএসআইকে ডিএসবিতে পদায়ন

বরগুনার বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াছ আলী তালুকদারের হাতে লাঞ্ছনার শিকার সহকারী উপপরিদর্শককে (এএসআই) পুলিশের বিশেষ গোয়েন্দা শাখায় (ডিএসবি) পদায়ন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে তাকে ডিএসবিতে পদায়ন করা হয়।
স্টার অনলাইন গ্রাফিক্স

বরগুনার বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াছ আলী তালুকদারের হাতে লাঞ্ছনার শিকার সহকারী উপপরিদর্শককে (এএসআই) পুলিশের বিশেষ গোয়েন্দা শাখায় (ডিএসবি) পদায়ন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে তাকে ডিএসবিতে পদায়ন করা হয়।

রবিবার রাতে তাকে বামনা থানা থেকে প্রত্যাহার করে বরগুনার পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছিল। বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মফিজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কর্তব্যরত অবস্থায় ওসি কর্তৃক প্রকাশ্যে লাঞ্ছনার শিকার হওয়ায় ওই এএসআই’র বামনা থানায় দায়িত্ব পালনের অনুকূল পরিবেশ বিনষ্ট হয়। তাকে একটি সুন্দর পরিবেশে কাজ করার সুযোগ দেওয়ার জন্য এএসআইকে বামনা থানা থেকে প্রত্যাহার করে প্রথমে বরগুনা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছিল। পরে বরগুনা জেলা পুলিশের বিশেষ গোয়েন্দা শাখায় (ডিএসবি) পদায়ন করা হলো।’

কক্সবাজারে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা নিহত হওয়ার পরে গত ৮ আগস্ট শাহেদুল ইসলাম সিফাতের মুক্তির দাবিতে বরগুনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। পুলিশ এই কর্মসূচি রোধ করে। সে সময় মো. ইলিয়াছ আলী প্রকাশ্যে ওই এএসআইকে চড় মারেন। সিফাতের বাড়ি বামনা শহরে। তার সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা সিফাতের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

ওই দিনই বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন বরগুনার পুলিশ সুপার। তদন্ত কমিটি মো. ইলিয়াছ আলী তালুকদারকে প্রত্যাহারের পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ জানায়। সে অনুযায়ী মঙ্গলবার বিকালে তাকে প্রত্যাহার করে বরগুনার পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

Comments

The Daily Star  | English

The psychological costs of an uprising

The systemic issues make even the admission of one’s struggles a minefield

12h ago