মেসিকে আটকানোর কৌশল জানালেন বায়ার্ন তারকা
'মেসিকে আটকানোর মতো কোনো কলাকৌশলই আসলে নেই। শুধু স্বপ্নেই মেসিকে আটকাতে পারতেন। বাস্তবে এটি কোনোভাবেই সম্ভব নয়।' - এইতো কদিন আগেই শেষ ষোলোর ম্যাচে নামার আগে এমনটা বলেছিলেন নাপোলি কোচ জেনারো গাত্তুসো। আর তার কথার সত্যতা প্রমাণ করে ইনজুরিতে পড়ার আগে অসাধারণ খেলেছেন বার্সা অধিনায়ক লিওনেল মেসি।
এবার কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখকে লড়তে হবে মেসির বিরুদ্ধে। খুঁজতে হবে তাকে আটকানোর পথ। দুশ্চিন্তাটা স্বাভাবিক ভাবেই বেশি থাকে খেলোয়াড়দের। মাঠে কাজটা যে তাদেরই করতে হয়। তবে মেসিকে আটকানোর পথ খুঁজে পেয়েছেন বায়ার্ন মিউনিখের জার্মান মিডফিল্ডার লিও গোরেটজকা। একমাত্র দলের সবাই মিলে সম্মিলিতভাবে চেষ্টা করেই বার্সা অধিনায়ককে আটকানো সম্ভব বলে মনে করেন তিনি।
'এটি একমাত্র উপায় (মেসিকে থামানো) সম্মিলিতভাবে। সবাই জানেন যে, সে কতটা প্রতিভাশালী। কঠোর পরিস্থিতিতেও অনেক সমাধান খুঁজে বের করতে সক্ষম তিনি। তাই আমাদের দল হিসাবে লড়াই করতে হবে। যদি কোনও একজন খেলোয়াড় ম্যাচটির মজা কেড়ে নিতে পারে... তবে আমি জানি না। আমাদের কেবল একটি দল হিসাবে লড়াই করতে হবে এবং আমাদের খেলাটি খেলতে হবে।' -মেসিকে আটকানোর পথ জানিয়ে বলেন গোরেটজকা।
মেসির বিরুদ্ধে এবারই প্রথম মাঠে লড়বেন গোরেটজকা। তবে তার বিপক্ষে প্রথম হলেও সময়ের আরেক শীর্ষ তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর বিপক্ষে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। রিয়াল মাদ্রিদে থাকাকালীন সময়ে রোনালদোর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে শালকে ০৪'এর হয়ে দুইবার খেলেছেন গোরেটজকা। প্রথমবার ঘরের মাঠে ৬-১ গোল হারলেও ফিরতি লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে ৪-৩ গোলের জয় নিয়ে ফিরেছিলেন তিনি।
রোনালদোর পর এবার মেসির বিপক্ষে খেলতে পারায় তাই দারুণ উচ্ছ্বসিত গোরেটজকা, 'বেশ কয়েকবার ক্রিস্টিয়ানো রোনালদো খেলার পর আমাদের দশকের আরেক শীর্ষস্থানীয় ফুটবলারের বিপক্ষে খেলতে পাড়ার সুযোগ পেয়ে দারুণ ভালো লাগছে।'
লিসবনে আগামী শুক্রবার (১৪ আগস্ট) সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনা।
Comments