বিমান বাহিনীর বিমানে দেশে আনা হলো ৭১ বাংলাদেশিকে
লেবাননের বৈরুতের ভয়াবহ বিস্ফোরণের পর সেখানে আটকে পড়া ৭১ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
আজ বুধবার বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান লেবাননে মানবিক ও ত্রাণ সহায়তা হস্তান্তর করে ওই ৭১ প্রবাসীকে নিয়ে দেশে পৌঁছেছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়ে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈরুতে দুর্ঘটনা কবলিত প্রবাসী বাংলাদেশি, স্থানীয় জনগণ ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের সহায়তায় জরুরি চিকিৎসা সামগ্রীসহ একজন চিকিৎসক এবং একটি কারিগরি মুল্যায়নকারী দলকে বিমান বাহিনীর এই সি-১৩০ পরিবহন বিমানে করে গত রোববার লেবাননে পাঠানো হয়েছিল।
ফিরতি পথে বিমানটি বৈরুত থেকে ৭১ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনে।
বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শান্তনু চৌধুরীর নেতৃত্বে বিমান বাহিনীর ১২ সদস্যের এয়ার ক্রুর সমন্বয়ে এই মিশনটি পরিচালিত হয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
Comments