পাবনায় আদালতের কর্মচারীর ওপর হামলার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ আটক ৩
পাবনা চিফ জুডিশিয়াল আদালত প্রাঙ্গণে আদালতের কর্মচারীর উপর হামলার অভিযোগে ইউপি চেয়ারম্যান, মেম্বারসহ তিনজনকে আটক করেছে কোর্ট পুলিশ।
আজ বুধবার একটি মামলার হাজিরা দিতে এবং জামিন নিতে এসে পাবনা চিফ জুডিশিয়াল আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- পাবনার সাথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম লিটন, একই ইউনিয়নের ইউপি সদস্য আবুল কালাম আযাদ এবং তাদের সহযোগী জয়নাল সেখ।
আটকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পাবনা চিফ জুডিশিয়াল আদালতের পেশকার রেজাউল করিম বলেন, ‘আটককৃতরা বুধবার দুপুরে একটি মামলার হাজিরা দিতে এবং জামিন নিতে পাবনা চিফ জুডিশিয়াল আদালতে আসে। তখন কথা কাটাকাটির এক পর্যায়ে ইউপি চেয়ারম্যান ও তার সহযোগীরা আদালতের কর্মচারী মজিবর রহমানের উপর আদালতের সামনেই হামলা করে। এ সময় কোর্ট পুলিশ তাদের আটক করে।’
সাথিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আমিনুল ইসলাম দি ডেইলি স্টারকে বলেন, ‘গত রোববার বিকেলে স্থানীয় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রসহ একজনকে আটক করে। চেয়ারম্যান ও তার সহযোগীরা এ মামলায় হাজিরা দিতে এবং জামিন নিতে আদালতে আসে।’
Comments