মৌলভীবাজারে ২৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
মৌলভীবাজারে নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে এক ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা এবং ২ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার বিকেলে মৌলভীবাজারের জুড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
মোস্তাফিজুর রহমান বলেন, ‘জুড়ী উপজেলার কামিনীগঞ্জ বাজার সংলগ্ন গফুর কমপ্লেক্সে আজ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মো. মহিউদ্দিনের দোকান থেকে ২৫০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।’
এ সময় মো. মহিউদ্দিনকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (ক) ধারা অমান্য করায় দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয় বলেও জানান তিনি।
Comments