ভারতে ২৪ ঘণ্টায় রেকর্ড ৬৬৯৯৯ জনের করোনা শনাক্ত, মোট প্রায় ২৪ লাখ

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৬৬ হাজার ৯৯৯ জনকে শনাক্ত করা হয়েছে। এটিই এখন পর্যন্ত দেশটিতে এক দিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ২৩ লাখ ৯৬ হাজার ৬৩৭ জনে দাঁড়াল।
একই সময়ে মারা গেছেন আরও ৯৪২ জন। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দেশটিতে মৃত্যুবরণ করেছেন ৪৭ হাজার ৩৩ জন। আর মোট সুস্থ হয়েছেন ১৬ লাখ ৯৫ হাজার ৯৮২ জন। ভারতে মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭০ দশমিক ৭৬ শতাংশ।
আজ বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে মহারাষ্ট্রে। এরপর রয়েছে তামিল নাড়ু, অন্ধ্র প্রদেশ, কর্ণাটক, দিল্লি , উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গ।
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে আট লাখ ৩০ হাজার ৩৯১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে দুই কোটি ৬৮ লাখ ৪৫ হাজার ৬৮৮টি নমুনা।
উল্লেখ্য, জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, সংক্রমণের দিক থেকে বিশ্বে ভারতের অবস্থান তিন নম্বরে। ভারতের আগে রয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিল।
জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই কোটি ছয় লাখ ২৪ হাজার ৩১৬ জন এবং মারা গেছেন সাত লাখ ৪৯ হাজার ৪২১ জন। আর সুস্থ হয়েছেন এক কোটি ২৮ লাখ ৩৩ হাজার ৬৭৪ জন।
Comments