ফরিদপুরে বাগান থেকে বোমা উদ্ধার, বিস্ফোরণে কিশোরী আহত
বাগানে তিনটি বোমা পড়ে ছিল। একটির বিস্ফোরণে এক কিশোরী আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়নের পাটপাশা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, পাটপাশা বাজারের দক্ষিণ পাশে একটি মেহগনি বাগান রয়েছে। বাগানে ওই এলাকার বাসিন্দা মো. আফজাল হোসেনের কিশোরী মেয়ে মীম (১৫) ছাগল বেঁধে রেখে এসেছিল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মীম ছাগল আনতে গিয়ে তিনটি বোমা সদৃশ বস্তু দেখতে পায়। কৌতুহলবশত সে একটি বোমা মেহগনি গাছে ছুড়ে মারলে বিস্ফোরণে তার হাত ঝলসে যায়।
ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, ঘটনাস্থল থেকে দুটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। কোন উদ্দেশ্যে কারা এই ঘটনা ঘটিয়েছে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।
Comments