পিরোজপুরে সংঘর্ষে ব্যবসায়ী নিহত, ইউপি সদস্য আটক
পিরোজপুর সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গতকাল বৃহস্পতিবার রাতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় রাতেই পুলিশ স্থানীয় ইউপি সদস্যকে আটক করেছে।
নিহত মিজানুর রহমান শেখ (৪৮) উপজেলার চলপুখরিয়া গ্রামের মৃত আব্দুল জলিল শেখের ছেলে।
স্থানীয়রা জানান, সংঘর্ষে দুই পক্ষের কমপক্ষে ১২ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের বাজুকাঠী গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহত তিনজনকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন নিহত মিজানের চাচাতো ভাই মো. জামাল হোসেন শেখ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সদর উপজেলার কলাখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য রাজ্জাক বেপারী ও তার স্বজনদের মধ্যে পৌত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে।’
তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে পার্শ্ববর্তী টোনা ইউনিয়নের বাজুকাঠী গ্রামে বিরোধপূর্ণ চার কাঠা জমিতে আমন ধানের চারা রোপন করছিল রাজ্জাক বেপারীর লোকজন। তাদেরকে চারা রোপনে বাধা দিলে প্রতিপক্ষ রাজ্জাকের নেতৃত্বে ৮ থেকে ১০ জন ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে হামলা করে মিজানসহ সাত জনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে।’
তিনি জানান, হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে মিজান গুরুতর আহত হলে তাকে ও আহত অন্য তিনজনকে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে মিজানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সোয়া ৮টার দিকে তার মৃত্যু হয়। আহত অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্থানীয় ইউপি সদস্য রাজ্জাক বেপারীকে আটক করা হয়েছে উল্লেখ করে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা. নূরুল ইসলাম বাদল দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা করা হয়নি।
Comments