বার্সার পরাজয়ে হবে বায়ার্নের ‘দুটি’ জয়

স্প্যানিশ ক্লাবটির বিপক্ষে জার্মান বুন্ডেসলিগার বর্তমান চ্যাম্পিয়নদের অতীত রেকর্ড দুর্দান্ত।
bayern munich
ছবি: টুইটার

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমের এক লেগের কোয়ার্টার ফাইনালের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে বার্সেলোনাকে মোকাবিলা করবে বায়ার্ন মিউনিখ।

স্প্যানিশ ক্লাবটির বিপক্ষে জার্মান বুন্ডেসলিগার বর্তমান চ্যাম্পিয়নদের অতীত রেকর্ড দুর্দান্ত। সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে সেমিফাইনালে পা রাখার পাশাপাশি ইতিহাসের পাতায় নতুন করে নাম লেখাবে বাভারিয়ানরা।

ইউরোপের সেরা ক্লাব আসরের প্রথম নয়টি ম্যাচের সবকটিতে জেতার কীর্তি আছে কেবল বার্সার নামের পাশে। ২০০২-০৩ মৌসুমে এই নজির গড়েছিল দলটি। তবে এবার শঙ্কার মুখে পড়েছে কাতালানদের অনন্য অর্জনটি। তাদেরকে হারিয়ে তাদেরই রেকর্ডে ভাগ বসানোর দারুণ সুযোগ রয়েছে বায়ার্নের সামনে।

চলতি মৌসুমে এখন পর্যন্ত আট ম্যাচ খেলে প্রতিটিতে শেষ হাসি হেসেছে হান্সি ফ্লিকের শিষ্যরা। অর্থাৎ বার্সাকে হারানো তাদের জন্য ‘এক ঢিলে দুই পাখি মারার মতো’। পাওয়া যাবে শেষ চারের টিকেট, স্বাদ নেওয়া হবে রেকর্ডেরও।

পরিসংখ্যানও কথা বলছে বায়ার্নের পক্ষে। চ্যাম্পিয়ন্স লিগে অন্য যেকোনো ক্লাবের চেয়ে তাদের কাছে বেশি ম্যাচ হেরেছে বার্সেলোনা। পাঁচ হারের বিপরীতে কাতালানদের জয় মাত্র দুটিতে। ড্র হয়েছে অন্য ম্যাচটি।

সাম্প্রতিক পারফরম্যান্স বিচারে বার্সার বিপক্ষে বায়ার্ন ফেভারিট হলেও দলটির কোচ ফ্লিক পা রাখছেন মাটিতে, ‘তাদের (বার্সার) প্রতি আমাদের অনেক শ্রদ্ধা রয়েছে। কারণ বার্সেলোনা গেল কয়েক দশক ধরে ইউরোপের সেরা দলগুলোর মধ্যে অন্যতম।’

এবারের আসরে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নক-আউটে নাম লেখায় বায়ার্ন। গ্রুপ পর্বে টটেনহ্যাম হটস্পার, অলিম্পিয়াকোস ও রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে অসাধারণ নৈপুণ্য দেখায় দলটি। ছয় ম্যাচের সবগুলোতে জয় তুলে নেওয়ার পাশাপাশি তারা গোল করে ২৪টি।

শেষ ষোলোতে চেলসিকে দুই লেগেই বিধ্বস্ত করেন রবার্ট লেভানডভস্কি-টমাস মুলাররা। প্রথম দেখায় ইংলিশ ক্লাবটির মাঠে ৩-০ গোলে জেতার পর ফিরতি দেখায় নিজেদের মাঠে ৪-১ ব্যবধানে জেতেন তারা।

Comments

The Daily Star  | English
DHL Daily Star Bangladesh Business Awards 2023

DHL, Daily Star honour five business luminaries for outstanding achievements

The theme of this year's event is "Bangladesh on the rebound".

9h ago