জয়নাল হাজারীর বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা ও ফেনীর সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীর মাষ্টার পাড়ার বাড়িতে একদল মুখোশধারী দুর্বৃত্ত হামলা-ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জয়নাল হাজারী। ফাইল ছবি

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা ও ফেনীর সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীর মাষ্টার পাড়ার বাড়িতে একদল মুখোশধারী দুর্বৃত্ত হামলা-ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাত ৩টার দিকে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক এম আজাহারুল হক আরজু।

তিনি অভিযোগ করেন, রাত ৩টার দিকে কিছু মুখোশ পরা দুর্বৃত্ত হঠাৎ করে জয়নাল হাজারীর মাষ্টার পাড়ার বাড়ীতে প্রবেশ করে। তারা বাড়ির সামনে মুজিব উদ্যানে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুর মৃত্যু বার্ষিকী ও শোক দিবস পালনের জন্য আয়োজনের চেয়ার টেবিল ভাংচুর করে, ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলে এবং ৩-৪ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে চলে যায়।

এম আজাহারুল হক বলেন, ‘সন্ত্রাসী হামলার সময় জয়নাল হাজারী বাড়িতে ছিলেন না। তিনি আজ শুক্রবার ভোরে ঢাকা থেকে ফেনী পৌঁছেছেন।’

তিনি আরও বলেন, ‘ঘটনার পরপরই বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে। খবর পেয়ে ফেনী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।’

এ ঘটনায় জয়নাল হাজারী লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

আজাহারুল হক দাবি করেন, সন্ত্রাসীরা মুখোশ পরিহিত হলেও কয়েকজনকে চিনতে পেরেছেন।

তবে, তাৎক্ষণিক তাদের নাম জানাতে রাজী হননি। তদন্ত কালে তদন্ত সংস্থাকে এসব নাম জানাবেন।

১৫ আগস্ট সকালে জয়নাল হাজারীর মাষ্টার পাড়ার বাড়ির সামনে মুজিব উদ্যানে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ এবং মুক্তিযোদ্ধাদের সঙ্গে মত বিনিময়ের কথা আছে।

এর আগে গত বুধবার জয়নাল হাজারী তার ফেসবুক পেজে দুই ঘনিষ্ঠ সহযোগী এম আরজু ও শাখাওয়াতসহ তাকে (হাজারী) হত্যার আশঙ্কা প্রকাশ করেন।

ফেনীর পুলিশ সুপার (এসপি) খোন্দকার নুরুন্নবী বলেন, ‘জয়নাল হাজারীর বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

Comments

The Daily Star  | English

DHL, Daily Star honour five business luminaries for outstanding achievements

The theme of this year's event is "Bangladesh on the rebound".

3h ago