যশোরে শিশু উন্নয়ন কেন্দ্রে ৩ কিশোর নিহতের ঘটনার তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ব্লাস্টের

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে গতকাল তিন কিশোর নিহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়াসহ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থার দাবি জানিয়েছে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।
আজ শুক্রবার ব্লাস্ট এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিশুদের সংশোধনের উদ্দেশ্যে তাদেরকে উন্নয়ন কেন্দ্রে রাখা হয় এবং সেখানে কোনো ধরনের সহিংসতা হওয়ার কথা নয়। কিন্তু, গতকালের ঘটনার পেছনে কারও অবহেলা আছে কিনা যথাযথ তদন্তের দাবি জানিয়েছে ব্লাস্ট।
এতে বলা হয়, শিশুদের অভিযোগ আছে কেন্দ্রের কর্মীরা তাদের উপর গুরুতর নির্যাতন চালায়। সংবিধান ও প্রাসঙ্গিক আইন অনুসারে এ সব শাস্তিযোগ্য অপরাধ।
যশোরে এ সহিংস ঘটনার পেছনে শিশু উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীদের কোনো গাফিলতি আছে কিনা তা খুঁজে বের করা এবং তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানায় ব্লাস্ট।
ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংস্থাটি।
Comments