ট্রাম্পের ছোট ভাই রবার্ট হাসপাতালে ভর্তি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ভাই রবার্ট ট্রাম্পকে নিউইয়র্কের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Donald Trump And Robert Trump-1.jpg
ডোনাল্ড ট্রাম্প এবং রবার্ট ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ভাই রবার্ট ট্রাম্পকে নিউইয়র্কের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার হোয়াইট হাউস কর্মকর্তাদের বরাতে সিএনএন জানায়, ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্কের হাসপাতালে তার ভাইয়ের সঙ্গে দেখা করবেন বলে আশা করা হচ্ছে।

হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি জুড ডিয়ার প্রেসিডেন্টের ভাইয়ের হাসপাতালে ভর্তি থাকার বিষয়টি নিশ্চিত করেন।

মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার ভাইয়ের সম্পর্ক খুব ভালো। ভাই তার কাছে বিশেষ একজন। রবার্ট ট্রাম্প বর্তমান মার্কিন প্রশাসনের একজন শীর্ষ নির্বাহী ছিলেন।

Comments