সাউদাম্পটনে দ্বিতীয় দিনেও বৃষ্টি আর ইংলিশ পেসারদের দাপট
সাউদাম্পটন টেস্টের দ্বিতীয় দিনেরও বেশিরভাগ সময় ভেসে গেছে বৃষ্টিতে। তবে যেটুকু খেলা হয়েছে তাতে জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রডের ছোবল সামলে পাকিস্তানের হয়ে লড়েছেন কিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান।
শুক্রবার এইজেস বৌলে খেলা হয়েছে প্রথম দিনের চেয়েও কম। দুই দিন মিলে মোটে খেলা হয়েছে ৮৬ ওভার। তাতে ৯ উইকেটে ২২৩ রান করেছে পাকিস্তান।
আগের দিন ৫ উইকেটে ১২৬ রান নিয়ে দিন শেষ করেছিল পাকিস্তান। দুই দিনে শেষ হয়নি তাদের ইনিংসও। দ্বিতীয় দিনে সময়মত শুরু হতে পারেনি খেলা।
বিলম্বিত শুরুর পর সহায়ক কন্ডিশন পেয়ে দারুণ সুইং আদায় করেন ইংল্যান্ডের পেসাররা। তবে রিজওয়ানকে নিয়ে দৃঢ়তা দেখাচ্ছিলেন বাবর আজম। ফিফটির কাছে গিয়ে ব্রডের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন বাবর।
এরপর এক প্রান্তে উইকেট পতনের ধারার মধ্যে লড়ে গেছেন কেবল রিজওয়ান। টেল এন্ডারদের অন্য পাশে দাঁড় করিয়ে বাড়িয়েছেন রান। তুলে নিয়েছেন ফিফটি। এগারো নম্বর ব্যাটসম্যানকে ১১৬ বলে ৬০ রানে অপরাজিত আছেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান প্রথম ইনিংস: ৮৬ ওভারে ২২৩/৯ (আগের দিন ১২৬/৫) (বাবর ৪৭, রিজওয়ান ৬০*, ইয়াসির ৫, আফ্রিদি ০, আব্বাস ২, নাসিম ১*; অ্যান্ডারসন ৩/৪৮, ব্রড ৩/৫৬, কারান ১/৪৪, ওকস ১/৫৫)
Comments