বঙ্গবন্ধুকে স্মরণ করলেন শিল্পীরা

নানা আয়োজনের মধ্য দিয়ে এফডিসিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হচ্ছে।
FDC-1.jpg
বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবের সামনে চলচ্চিত্রের ১৯টি সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি: জাহিদ আকবর

নানা আয়োজনের মধ্য দিয়ে এফডিসিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হচ্ছে।

আজ শনিবার সকালে চলচ্চিত্রের ১৯টি সংগঠনের ব্যানারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।

সকালে বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবের সামনে শুরু হয় ১৯ সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন- চিত্রনায়ক রিয়াজ, শাকিব খান, নূতন, রোজিনা, মৌসুমী, মিশা সওদাগর, ওমর সানী, অনন্ত জলিল, সাইমন সাদিক, নূতন, নিপুন ও অপু বিশ্বাস। এ ছাড়াও, প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরুসহ ১৯ সংগঠনের অনেকেই উপস্থিত ছিলেন। পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার অনুষ্ঠান উপস্থাপনা করেন।

দুপুরে আলোচনা সভায় হাজির হন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর মতো নেতাকে খুন করে তারা দেশের কত বড় ক্ষতি করেছে, তা কখনো পূরণ হবার নয়। বাংলাদেশ নিয়ে বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল- আমরা সবাই চাইলে সে স্বপ্ন কিছুটা হলেও বাস্তবায়ন করতে পারব। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সে ব্রত নিয়েই সামনে এগিয়ে যাচ্ছেন। এই এফডিসিও বঙ্গবন্ধুর তৈরি। তাই আসুন, শোক দিবসে প্রতিজ্ঞা করি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে আমরা যার যার অবস্থান থেকে সুন্দর করার চেষ্টা করব।’

অনুষ্ঠানে চিত্রনায়ক রিয়াজ তার বক্তব্যে বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের সবার নেতা। তার মতো নেতা ছিল বলেই আমরা আজ বাংলাদেশ পেয়েছি। বঙ্গবন্ধু দলমত নির্বিশেষে সবার।’

Comments

The Daily Star  | English

Journalists Mozammel Babu, Shyamal Dutta detained from Mymensingh border

Journalists Mozammel Babu, Shyamal Dutta and two other persons were detained while trying to enter India illegally through Dhobaura border in Mymensingh today

1h ago