যেসব দেশে এখনো করোনার সংক্রমণ নেই
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়। এর কয়েক সপ্তাহের মধ্যেই ভাইরাসটি মহামারি আকারে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।
ভাইরাসটির সংক্রমণ রোধে অতি জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া, সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা, সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়াসহ বেশ কিছু স্বাস্থ্যবিধির কথা বলছে বিজ্ঞানী ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
বিশ্বের বিভিন্ন দেশের সরকার ভাইরাসটি রোধে লকডাউন দেওয়াসহ নানা ধরনের ব্যবস্থা নিয়েছে। তবুও এটির সংক্রমণ ঠেকানো যায়নি। ইতোমধ্যে বিশ্বের অন্তত ১৮৮টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। তবে, কিছু দেশে এখনো ভাইরাসটির সংক্রমণ দেখা যায়নি। অর্থাৎ, সেসব দেশে এখনো করোনায় আক্রান্ত কেউ শনাক্ত হয়নি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আল–জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এখনো যেসব দেশে করোনার সংক্রমণ দেখা যায়নি, সেগুলো হলো— কিরিবাতি, মার্শাল দ্বীপপুঞ্জ, মাইক্রোনেশিয়া, নাওরু, উত্তর কোরিয়া, পালাউ, সামোয়া, সলোমন দ্বীপপুঞ্জ, টোঙ্গা, তুর্কমিনিস্তান, টুভ্যালু ও ভানুয়াতু। এর মধ্যে, উত্তর কোরিয়া উত্তর-পূর্ব এশিয়ার ও তুর্কমিনিস্তান মধ্য এশিয়ার দেশ। আর বাকিগুলো ওশেনিয়া মহাদেশের।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত দুই কোটি ১১ লাখ ৭৬ হাজার ৮১১ জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন সাত লাখ ৬৫ হাজার ৯৯ জন ও সুস্থ হয়েছেন এক কোটি ৩২ লাখ ৮৯ হাজার ৭৫৩ জন।
Comments