নিষেধাজ্ঞা শেষ হলেই জাতীয় দলে সাকিব

নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেট দলের সেরা তারকা সাকিব আল হাসান। গত দেড় দশকের অর্জনই তার পক্ষে কথা বলে। কিন্তু নিষেধাজ্ঞার কারণে প্রায় ১০ মাস ধরে সব ধরণের ক্রিকেটের বাইরে এ তারকা। তাই ফিটনেস নিয়ে কিছুটা হলেও দুশ্চিন্তা থেকেই যায়। তবে অবস্থা যেমনই হোক, নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলেই জাতীয় দলে ফিরতে পারবেন এমন ইঙ্গিতই দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
Shakib Al Hasan
ছবি: ফিরোজ আহমেদ

নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেট দলের সেরা তারকা সাকিব আল হাসান। গত দেড় দশকের অর্জনই তার পক্ষে কথা বলে। কিন্তু নিষেধাজ্ঞার কারণে প্রায় ১০ মাস ধরে সব ধরণের ক্রিকেটের বাইরে এ তারকা। তাই ফিটনেস নিয়ে কিছুটা হলেও দুশ্চিন্তা থেকেই যায়। তবে অবস্থা যেমনই হোক, নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলেই জাতীয় দলে ফিরতে পারবেন এমন ইঙ্গিতই দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

আগামী অক্টোবরে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ। ২৪ তারিখ থেকে শুরু হবে এ আসর। সাকিব নিষেধাজ্ঞা থেকে মুক্ত হবেন ২৯ অক্টোবর। তাই এ সিরিজে সাকিব খেলবেন কি-না এ নিয়ে আলোচনা সবচেয়ে বেশি ক্রিকেট মহলে। তবে নিষেধাজ্ঞা শেষ হলেই যে ফিরছেন দলের সঙ্গে এমনটাই জানালেন পাপন, 'তার (সাকিব) সঙ্গে কি কথা হলো সেটা বলবো না। সাকিব যখনই তার নিষেধাজ্ঞা উঠে যাবে তারপরই সে আমাদের সাথে খেলতে পারবে। তখন থেকেই সে যুক্ত হবে।'

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এ সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান সাকিব। তবে জানা গেছে চলতি মাসেই দেশে ফিরছেন তিনি। আর দেশে ফিরেই অনুশীলনে যোগ দিবেন বলে জানালেন বিসিবি সভাপতি, 'আমরা সবাই অধীরে আগ্রহে বসে আছি সে কবে ফিরবে। কিন্তু এর সঙ্গে তার ফিটনেস এবং তার প্রস্তুতির ব‌্যাপার আছে। সেজন‌্য ও ওর মতো করে অনুশীলন করবে। এ মাসেই সে চলে আসবে এবং অনুশীলন করবে। আশা করছি সে ফিট থাকবে, সবই থাকবে এবং আমাদের সঙ্গে শ্রীলঙ্কায় যোগ দিতে পারবে এবং খেলতে পারবে। যদি খেলতে পারে।'

শর্ত অনুযায়ী, বিসিবির কোনো কিছুতে থাকতে পারবেন না সাকিব। তবে নিজের মতো করে অনুশীলন তিনি, 'আমাদের কিছুর সঙ্গে সে থাকতে পারবে না। ও যদি পাড়ায় ক্রিকেট খেলতে যায় খেলতে পারবে। উদাহরণ হিসেবে বললাম।'

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago