ইয়াবাসহ গ্রেপ্তার সিএমপি কনস্টেবল কারাগারে
রাজধানীর পল্লবী এলাকা থেকে ইয়াবাসহ গ্রেপ্তার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার কনস্টেবল শামছুল ইসলাম (৩০) কে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
আজ শনিবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হলে, আদালতের হাকিম কনক বড়ুয়া তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পল্লবী থানার উপপরিদর্শক ও তদন্তকারী কর্মকর্তা মো. তোয়াবুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, একদিনের রিমান্ড শেষে শামছুলকে আজ আদালতে হাজির করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক বহনের বিষয়টি স্বীকার করেছেন। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে জেল হাজতে রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
আদালতে শুনানি চলাকালে শামছুলের পক্ষে কোন আইনজীবী আজ ছিলেন না।
এর আগে গত বুধবার রাজধানীর মিরপুর-৭ এলাকা থেকে কনস্টেবল শামছুল ইসলামকে ৭৪০ পিস ইয়াবা ও দুই লাখ ৬০ হাজার টাকাসহ আটক করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে পল্লবী থানায় মামলা করে।
প্রাথমিক তদন্তে বেশ কিছুদিন ধরেই শামছুল তার কয়েকজন সহযোগীকে নিয়ে চট্টগ্রাম থেকে ইয়াবা সংগ্রহ করে এনে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন বলে স্বীকার করেছেন বলে সূত্র জানিয়েছে।
Comments