মানিকগঞ্জ শহরে নির্মিত হবে ২৫০ ফুট উচ্চতার ‘জয় বাংলা টাওয়ার’
মানিকগঞ্জ জেলা শহরের পূর্ব দাশড়া এলাকায় দুই কোটি টাকা মূল্যের জমির ওপর ২৫০ ফুট উচ্চতার ‘জয় বাংলা টাওয়ার’ নির্মাণের ঘোষণা দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর এবং মানিকগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মফিজুল ইসলাম খান কামাল।
আজ শনিবার বিকেলে নিজ বাড়িতে আয়োজিত বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোকদিবসের আলোচনা সভায় এই ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, ‘পৈত্রিক সূত্রে আমি ২০ শতাংশ জমির মালিক। এর থেকে আট শতাংশ জমির ওপর ২৫০ ফুট উচ্চতার টাওয়ার নির্মাণ করতে চাই। পরিকল্পনা অনুযায়ী প্রথম ও দ্বিতীয় তলায় থাকবে মিলনায়তন, তৃতীয় তলায় থাকবে ‘একাত্তর পরিপ্রেক্ষিত: বঙ্গবন্ধু’ জাদুঘর, চতুর্থ তলায় থাকবে ‘মুক্তিযুদ্ধ প্রেক্ষিত: মানিকগঞ্জ’ জাদুঘর, পঞ্চম তলায় থাকবে মুক্তিযুদ্ধের গবেষণা কেন্দ্র এবং ষষ্ঠ তলায় থাকবে সাহিত্য, সংস্কৃতি এবং মানিকগঞ্জের মুক্তিযুদ্ধের গবেষণা কেন্দ্র। ষষ্ঠ তলার ওপর নির্মাণ করা হবে বঙ্গবন্ধুর ভাস্কর্য।’
তিনি আরও বলেন, ‘দূর থেকে দেখা যাবে এই টাওয়ারকে। আমি নিজেই ব্যয়ভার বহন করতে চাই। তবে, এই কাজে কেউ সহায়তা করতে চাইলে করতে পারবেন। এক্ষেত্রে দুটি শর্ত থাকবে। তা হলো- স্বাধীনতাবিরোধী এবং দুতির্নীবাজের কাছ থেকে কোন সহায়তা গ্রহণ করা হবে না। এই ধরণের ভাস্কর্য বাংলাদেশে নির্মিত না হলেও বহু দেশে আছে।’
৭৯ বছর বয়সী এই প্রবীণ মুক্তিযোদ্ধা আরও বলেন, ‘আমি বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে তার নির্দেশেই চলেছি। তিনি আমাকে মহান জাতীয় সংসদে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। আমার বয়স হযেছে, কতদিন বাঁচবো জানি না। আমি দ্রুত কাজটি শুরু করতে চাই। এ ব্যাপারে আমি যথাযথ কর্তৃপক্ষের সহযোগিতা চাই।’
এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন- গণবিশ্ববিদ্যালয়ের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. আব্দুল্লাহ–আল-মাহমুদ বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক জেল সুপার মো. হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রেখা রাণী গুন, বীর মুক্তিযোদ্ধা শংকর লাল ঘোষ, নৌ-পরিবহন মন্ত্রনালয়ের সাবেক প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা বিকাশ মন্ডল, মহাদেবপুর ইউনিয়ন ডিগ্রি কলেজের প্রভাষক আমিনুর রহমান অঞ্জন, সৈয়দ কালুশাহ কলেজের প্রভাষক পারভীন আক্তার, খাবাশপুর আদর্শ মহাবিদ্যালয়ের প্রভাষক মহিউদ্দিন জাহাঙ্গীর, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ পৌর শাখার সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলার ইকবাল হোসেন এবং প্রবীণ সাংবাদিক আবুল কালম আজাদসহ অনেকে।
Comments