মানচিত্র নিয়ে টানাপড়েনের মধ্যে প্রথমবার কথা বললেন নেপাল ও ভারতের প্রধানমন্ত্রী
নেপালের নতুন মানচিত্র নিয়ে উত্তেজনার মধ্যে প্রথমবারের মতো ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। আজ শনিবার রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়।
রয়টার্স জানায়, শনিবার, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে মোদির সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেছেন অলি।
ভারতের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ভারত সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় মোদিকে অভিনন্দন জানান অলি।
এ সময় মোদি ‘ভারত ও নেপালের মধ্যে যেসব ‘সভ্যতা ও সাংস্কৃতিক যোগসূত্র’ রয়েছে সে বিষয়ে আলোচনা করেন।
গত জুন মাসে নেপাল নতুন রাজনৈতিক মানচিত্রের অনুমোদন দেয়, যার মধ্যে ভারত নিয়ন্ত্রিত একটি অঞ্চল অন্তর্ভুক্ত ছিল। এর আগে, ভারতের উত্তরাখণ্ড থেকে লিপুলেখ পর্যন্ত ৮০ কিলোমিটার রাস্তা চালু করে ভারত। নেপাল জানায়, ওই রাস্তার প্রায় ১৯ কিলোমিটার তাদের ভূখন্ডের উপরে গিয়েছে।
ভারত নিয়ন্ত্রিত তিন অঞ্চল লিম্পিয়াধুরা, লিপুলেখ এবং কালাপানিকে যুক্ত করে নতুন মানচিত্র প্রকাশ করে নেপাল।
এটির ঐতিহাসিক তথ্য বা প্রমাণের ভিত্তি নেই উল্লেখ করে নেপালের নতুন মানচিত্র প্রত্যাখ্যান করে ভারত।
আজ স্বাধীনতা দিবসের ভাষণে দক্ষিণ এশিয়ায় শান্তি ও সম্প্রীতির আহ্বান জানান নরেন্দ্র মোদী।
তিনি জানান, এই অঞ্চলে উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করার জন্য নেতৃবৃন্দ, রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীদের নিজ দায়িত্ব পালন করা উচিত।
নেপালের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মোদির ‘প্রতিবেশী অঞ্চলে অগ্রাধিকার’ ও ‘অর্থবহ দ্বিপাক্ষিক সহযোগিতার প্রত্যাশা’ আহ্বানের প্রশংসা করেছেন কে পি শর্মা অলি।
দুই দেশের বিবৃতিতেই, করোনাভাইরাস মহামারির প্রভাব মোকাবিলায় দুই দেশের প্রয়াস নিয়েও আলোচনা করেছেন ভারত ও নেপালের প্রধানমন্ত্রী।
Comments