করোনা ভ্যাকসিনের প্রথম ব্যাচ তৈরি করেছে রাশিয়া: ইন্টারফ্যাক্স
করোনা ভ্যাকসিনের প্রথম ব্যাচ তৈরি করেছে রাশিয়া। উত্পাদন শুরুর কয়েক ঘণ্টা পরই দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, প্রথমবারের মতো উৎপাদন শুরু করা রাশিয়ার করোনা ভ্যাকসিন এ মাসের শেষ দিকে পাওয়া যাবে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, করোনার ভ্যাকসিন তৈরির দৌঁড়ে বিশ্বে আধিপত্য রাখতেই নিরাপত্তার আগেই ভ্যাকসিনটিকে মস্কো দ্রুত অনুমোদন দিয়েছে বলে আশংকা করছেন অনেক গবেষক।
মানবদেহে তৃতীয় ধাপের পরীক্ষা- যেখানে কয়েক হাজার মানুষের উপর ভ্যাকসিনটি প্রয়োগ করা হয় সেটি না করেই এই ভ্যাকসিনটিকে অনুমোদন দেওয়া হয়েছে। নিয়মিত অনুমোদনের জন্য তৃতীয় ধাপের পরীক্ষা সাধারণত একটি ভ্যাকসিনের জন্য অপরিহার্য হিসেবে বিবেচিত হয়।
সোভিয়েত ইউনিয়নের উৎক্ষেপণ করা বিশ্বের প্রথম উপগ্রহের নামে এই ভ্যাকসিনটির নাম দেওয়া হয়েছে ‘স্পুটনিক ভি’।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভ্যাকসিনটি ‘নিরাপদ’ বলে আশ্বাস দিয়েছেন। তিনি জানান, তার মেয়ের শরীরে এটি প্রয়োগ করা হয়েছে। স্বেচ্ছাসেবক হিসেবেই তার মেয়ে ভ্যাকসিনটি নিয়েছিল এবং তাতে সে সুস্থ বোধ করেছে।
এই ভ্যাকসিনটি মস্কোর গামালিয়া ইনস্টিটিউটের গবেষকরা তৈরি করেছেন।
ইন্টারফ্যাক্স জানায়, এর আগে রাশিয়া ডিসেম্বর-জানুয়ারির মধ্যে প্রতি মাসে প্রায় ৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন উৎপাদন করবে বলে জানিয়েছে গামালিয়া ইনস্টিটিউট।
Comments