ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দিনের বিরুদ্ধে শাজাহান খানের ‘মানহানি’ মামলা
দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এএমএম বাহাউদ্দিন ও অপর একজনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন সাবেক নৌপরিবহন মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান।
আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদের আদালতে তিনি এ মামলা করেন।
মামলায় অপর আসামি হলেন- কাদেরিয়া পাবলিকেশনস অ্যান্ড প্রোডাক্টস লিমিটেডের পরিচালক আবদুল কাদের।
মামলার আরজিতে শাজাহান খান বলেছেন, গত ২৮ জুলাই ইনকিলাব পত্রিকায় ‘শাজাহান খানের মেয়ের করোনা সনদ জালিয়াতি’ সম্পাদকীয় প্রকাশ করা হয়। সম্পাদকীয়তে মানহানিকর তথ্য দেওয়া হয়েছে।
আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করার নির্দেশ দিয়েছেন। আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
Comments