কুড়িগ্রামে আগুনে পুড়ে ৭ দোকান ছাই, ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সাতটি দোকান। এতে নগদ টাকাসহ প্রায় ২৫ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
আজ রোববার বিকেল ৪টার দিকে উপজেলার কাছারী পায়রাডাঙ্গা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নাগেশ্বরী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইমন মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাত দিয়ে ইমন মিয়া বলেন, ‘দুপুরে ঔষধ ও গালামাল ব্যবসায়ী লিটন সর্দার দোকান বন্ধ করে দুপুরের খাবার খেতে বাড়িতে যান। এর কিছুক্ষণ পর বিকেল প্রায় ৪টার দিকে ওই দোকানে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। একপাশে গ্যাস সিলিন্ডার থাকায় দ্রুত তা ছড়িয়ে পড়ে।’
‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই আশেপাশের সাতট দোকান পুড়ে যায়। দোকানের মালামাল ও নগদ টাকা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।’
Comments