থাইল্যান্ডে রাজতন্ত্র, সংবিধান, রাজনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভ
রাজতন্ত্র, সংবিধান ও রাজনৈতিক সংস্কারের দাবিতে থাইল্যান্ডে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছেন।
বিবিসি জানায়, ব্যাংককের ওই সমাবেশে রাজতন্ত্রের সংস্কারের জন্য সরকারের পদত্যাগের পাশাপাশি সংবিধান সংশোধনেরও দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা।
থাই আইন অনুযায়ী, রাজপরিবারের সমালোচনা করলে দীর্ঘদিন কারা ভোগের বিধান আছে।
গত কয়েক সপ্তাহে প্রায় প্রতিদিনই দেশটিতে শিক্ষার্থীদের নেতৃত্বে সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে। গত বছর বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী ও দেশের সাবেক সামরিক সরকারের নেতা প্রায়ুত চান-ওছার পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা।
শিক্ষার্থীদের মধ্যে থেকে বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তারও করেছে থাই পুলিশ।
রোববার সরকারের পদত্যাগের দাবিতে এক বিশাল বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়। শিক্ষার্থী ছাড়াও অন্যান্য শ্রেণি পেশার মানুষ তাতে অংশ নেবে বলে আশা করা হয়েছিল।
ব্যাংকক পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় ওই প্রতিবাদে প্রায় ১০ হাজার মানুষ অংশ নিয়েছেন।
পর্যবেক্ষকরা বলেছেন, ২০১৪ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট প্রায়ুত চান-ওছার ক্ষমতা দখলের পর থাইল্যান্ডে এটাই সবচেয়ে বড় বিক্ষোভ।
বিক্ষোভ পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য প্রায় ৬০০ পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হয়েছে।
Comments