ভারতে করোনায় মৃত্যু ৫০ হাজার ছাড়াল, আক্রান্ত ২৬ লাখের বেশি
ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে বলে আজ সোমবার সকালে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
এনডিটিভি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন ৯৪১ জনের মৃত্যু ও ৫৮ হাজার আক্রান্ত নিয়ে দেশটিতে মোট আক্রান্ত বর্তমানে ২৬ লাখেরও বেশি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে, করোনা মহামারিতে ক্ষতিগ্রস্তের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে গত ১৩ দিন ধরে সর্বোচ্চ আক্রান্ত শনাক্ত হয়ে আসছে এবং যা যুক্তরাষ্ট্র ও ব্রাজিলকেও ছাড়িয়ে গেছে।
Comments