ঢাবি শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ইমাম হোসেন আজ সোমবার সকালে ‘আত্মহত্যা’ করেছেন।
Imam Hossain-1.jpg
ইমাম হোসেন। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ইমাম হোসেন আজ সোমবার সকালে ‘আত্মহত্যা’ করেছেন।

ইমাম হোসাইনের বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানায়। তিনি কবি জসীমউদদীন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

আত্মহত্যা করার আগের দিন তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে ‘আল বিদা’ লিখে পোস্ট করেন। এই পোস্টের মাধ্যমে তার আত্মহত্যার বিষয়টি পরবর্তীতে আঁচ করতে পারলেও, তার কোনো শুভাকাঙ্ক্ষী, বন্ধু-বান্ধব তা প্রাথমিকভাবে বুঝতে পারেননি।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। আমরা রিলায়েবল সোর্স থেকে তথ্য পাওয়ার চেষ্টা করছি। আমরা এই বিষয়টির সত্যতা যাচাইয়ের প্রক্রিয়াতে আছি।’

‘সত্যি যদি তা হয়ে থাকে, তাহলে তা মর্মান্তিক ও ভীষণ বেদনাদায়ক। আমাদের মেধাবী ছাত্রদের এখন বেঁচে থাকার সময়। এটি সত্যিই অনেক দুঃখজনক,’ যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago