মানবপাচারের অভিযোগে পটুয়াখালীতে আটক ১

মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে মোটা অংকের বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে মানবপাচারের অভিযোগে পটুয়াখালীতে একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে মোটা অংকের বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে মানবপাচারের অভিযোগে পটুয়াখালীতে একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের একটি টিম গলাচিপা উপজেলার কিসমত বাউরিয়া গ্রাম থেকে রোববার রাত সাড়ে ৭টার দিকে তাকে আটক করে।  

আটক সোহরাব গাজী (৫০) ওই গ্রামের মৃত রকমান গাজীর ছেলে।

র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইফতেখারুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহরাব গাজীকে আটক করা হয়েছে। গলাচিপা থানায় এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। গলাচিপা পুলিশ আজ সোমবার দুপুরে তাকে আদালতে হাজির করে। পরে আদালত তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

র‌্যাব আরও জানায়, সোহরাব গাজীর ছেলে সাইফুল ইসলাম (৩০) বর্তমানে ওমানে কর্মরত। সাইফুলের সহকর্মী কুমিল্লার বাসিন্দা গণি মিয়াও সেখানে কর্মরত এবং পাশাপাশি তারা মানবপাচারের সঙ্গেও জড়িত। সাইফুল ও গণি মিয়ার মাধ্যমে সোহরাব গাজী দীর্ঘদিন ধরে ওমানে মানবপাচার করে আসছিলেন এবং সেখান থেকে এ চক্রটি পৃথিবীর অন্যান্য দেশে মানবপাচার করে বলে র‌্যাবের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছে।  

Comments