চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহতের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, গতকাল রবিবার সন্ধায় এ ঘটনা ঘটে।
নিহত সুমন আলী (২২) শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর মোড়ল পাড়া গ্রামের কালু মন্ডলের ছেলে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, সুমন আলীসহ কয়েকজনের একটি দল রবিবার সন্ধ্যার দিকে ভারতে যাচ্ছিল। শিংনগর সীমান্তের কাছে পৌঁছালে, বিএসএফ ক্যাম্পের সদস্যরা টহল দেয়ার সময় গুলি করে। সীমান্ত সংলগ্ন একটি বাগানের কাছে সুমন গুলিবিদ্ধ হলে তার সহযোগীরা সুমনকে উদ্ধার করে বাড়ি নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে সুমন মারা যান, এ সময় তারা সুমনের লাশ ছয়রশিয়া গ্রামে ফেলে রেখে চলে যায়।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সুরুজ মিয়া জানান, রাত ১০ টার দিকে সীমান্তের শূণ্যরেখা থেকে ৩ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে তার লাশ ছয়রশিয়া গ্রামে পাওয়া যায়। ওই সময় সেখানে কাউকে পাওয়া যায়নি। তার বাড়িতে রাতে গিয়ে তার সম্পর্কে পরিবারের লোকজনকে জিজ্ঞাসা করলে তারা জানায়, সুমন রবিবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে গেছে। তার বিষয়ে তারা আর কোন কিছু জানে না।
তিনি বলেন, কে বা কারা সুমনকে হত্যা করা হয়েছে, এ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও বিএসএফের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন উত্তর পাওয়া যায়নি।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম জানান, বিজিবি ও গ্রাম পুলিশ বিএসএফের গুলিতে সুমন নিহত হয়েছে বলে পুলিশকে জানালে সোমবার ভোর পৌনে ৬টার দিকে ছয়রশিয়া গ্রামের একটি রাস্তার উপর থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সুমনের পিঠের বামদিকে একটি গুলির চিহ্ন রয়েছে, জানান ওসি।
Comments