বার্সেলোনার কোচ হওয়ার প্রসঙ্গে মুখ খুললেন গার্দিওলার মুখপাত্র
ব্যবধানটা ৮-২। সাধারণ মানের দলের জন্যও এমন হার যথেষ্ট বিব্রতকর। আর স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার জন্য তো তা বটেই। এই বিপর্যয়ের পর দলের কোচ কিকে সেতিয়েন যে ছাঁটাই হচ্ছেন, এমন সম্ভাবনা প্রবল। এরমধ্যে দ্বিতীয় মেয়াদে পেপ গার্দিওলা ক্লাবটিতে ফিরছেন বলেও গুঞ্জন চড়াও হয়েছে। যদিও তা আপাতত উড়িয়ে দিয়েছেন তার মুখপাত্র হোসে মারিয়া ওরোবিটজ।
গোল ডট কমের সঙ্গে একান্ত আলাপে মারিয়া বলেছেন, 'হ্যাঁ, ১০০ ভাগ নিশ্চিত পেপ অবশ্যই সিটিতে থাকছে।' তবে এমনটা বলার পরও কিছুটা ধোঁয়াশা রয়েছে তার কথায়। কারণ তিনি আরও বলেছেন, তার বার্সেলোনায় যোগ দেওয়া 'বর্তমানে অসম্ভব'। ফলে নিকট ভবিষ্যতে পরিস্থিতি যে বদলে যেতে পারে এমন ইঙ্গিতই রয়েছে তার কথায়।
সেই হারের পর গত রোববার স্প্যানিশ রেডিও কাদেনা কোপকে দেওয়া এক সাক্ষাৎকারে সেতিয়েনকে ছাঁটাই করবেন বলে জানিয়েছেন বার্সেলোনা প্রেসিডেন্ট হোসে মারিয়া বার্তেমেউ। এ প্রসঙ্গে আজ মঙ্গলবার বোর্ড পরিচালকদের সঙ্গে একটি সভাও ডেকেছেন তিনি। আর এমনটা হলে মাত্র সাত মাসের মাথায় ছাঁটাই হচ্ছেন সেতিয়েন। এর আগে গত জানুয়ারিতে আরনেস্তো ভালভার্দেকে ছাঁটাই করার পর তার স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি।
এদিকে, ন্যু ক্যাম্পের নতুন ম্যানেজার হওয়ার দৌড়ে অনেক হাই প্রোফাইল কোচের নামই উঠে আসছে প্রতিনিয়ত। কোচ হওয়ার দৌড়ে অবশ্য এগিয়ে আছেন নেদারল্যান্ডস জাতীয় দলের কোচ রোনাল্ড কোমান। এর আগে ভালভার্দেকে ছাঁটাই করার পরও তার নাম উঠেছে বেশ জোরেশোরেই। বার্সা বোর্ড চেয়েছিল তাকে। কিন্তু ইউরো চ্যাম্পিয়নশিপ শেষ হওয়ার আগে নেদারল্যান্ডসের দায়িত্ব ছাড়তে চাননি তিনি। কিন্তু করোনা ভাইরাসের কারণে ইউরো প্রতিযোগিতা পিছিয়ে যাওয়ায় মন বদলেছেন বলেই জানা গেছে।
Comments