সেমি-ফাইনালে শুরু থেকেই এমবাপেকে পাওয়ার আশা পিএসজির

কোয়ার্টার ফাইনালে দলের বিপদ থেকে শেষ ৩০ মিনিটে চোট থেকে মাত্র সেরে উঠা কিলিয়ান এমবাপেকে নামিয়েছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এমবাপে নামার পর আক্রমণের ধারও বেড়ে যায় অনেক। তার অ্যাসিস্ট থেকে আসে জয়সূচক গোলও। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠার লড়াইয়ে আজ এই ফরাসী তারকাকে শুরু থেকেই পাওয়া আসা কোচ টমাস টুখেলের।
Kylian MBappe
ছবি: এএফপি

কোয়ার্টার ফাইনালে দলের বিপদ থেকে শেষ ৩০ মিনিটে চোট থেকে মাত্র সেরে উঠা কিলিয়ান এমবাপেকে নামিয়েছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এমবাপে নামার পর আক্রমণের ধারও বেড়ে যায় অনেক। তার অ্যাসিস্ট থেকে আসে জয়সূচক গোলও। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠার লড়াইয়ে আজ এই ফরাসী তারকাকে শুরু থেকেই পাওয়া আসা কোচ টমাস টুখেলের।

মঙ্গলবার দিবাগত রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জার্মান ক্লাব আরবি লাইপজিগের বিপক্ষে নামবে ফরাসী জায়ান্ট পিএসজি।

প্রথমবারের মতো ইউরোপ সেরা হতে নেইমারের সঙ্গে আক্রমণভাগে সবচেয়ে কাঙ্খিত এমবাপের উপস্থিতি। কোচ টুখেল জানান,  এমবাপে আগের ম্যাচ খেলে কোন সমস্যা বোধ না হওয়ায় আশাবাদী তারা, ‘সে আতলান্তার বিপক্ষে ৩০ মিনিট খেলেছে, কোন সমস্যা হয়নি। প্রস্তুতির জন্য আরও ছয়দিন পেয়েছে। অবশ্যই সে শুরু করতে পারে।’

‘ট্রেনিংয়ের পর আমরা সিদ্ধান্ত নিব সে ৯০ মিনিট খেলতে পারবে কিনা।’

কোয়ার্টার ফাইনাল ম্যাচের বেশিরভাগটাই বেঞ্চে বসে কাটান এমবাপে। প্রথমার্ধে গোল খেয়ে পিছিয়ে যায় তাদের দলও। নেইমার দারুণ খেলেও গোলমুখ খুলতে না পারায় বাড়ছিল হতাশা। ৬০ মিনিটে তাই নামানো হয় এমবাপেকে।

গোড়ালির চোট নিয়ে ভোগা এই ফরোয়ার্ড নেমেই বাড়ান আক্রমণের তেজ। ৯০ মিনিটে গিয়ে নেইমারের অ্যাসিস্ট থেকে মার্কুইনহোসের  সমতায় আসে পিএসজি। খানিক পরই নেইমারের তৈরি করে দেওয়া দারুণ এক বল থেকে এমবাপের অ্যাসিস্টেই জয়সূচক গোল আনেন ম্যাক্সিম চুপো-মোটিং।

১৯৯৫ সালের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে উঠে যায় ফরাসী চ্যাম্পিয়নরা। ইতিহাস ফিরে হাতছানি দিলেও বর্তমানে থাকতে চেয়ে কোচ টুখেল জানান আরও বড় কিছুর জন্য তীব্র তাগিদ তাদের, ‘দুর্দান্ত মৌসুম পার করে এই পর্যন্ত আসার দাবিদার ছিলাম আমরা।

‘আমরা পুরোপুরি প্রস্তুত। ক্ষুধার্ত আছি। এটা সেমিফাইনাল ম্যাচ। আমরা কঠোর পরিশ্রম করে সেরা ফলের জন্য মুখিয়ে আছি।’

এমবাপের শুরু থেকে খেলার সম্ভাবনার সঙ্গে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন অ্যাঙ্গেল ডি মারিয়াও। এদিকে আগের ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়া এক নম্বর গোলরক্ষক কেইলর নাভাসকে পাচ্ছে না পিএসজি। তার বদলে খেলবেন স্প্যানিশ গোলরক্ষক সার্জিও রিকো । এদিকে মাংসপেশির চোটে ইদ্রিস ঘানার খেলা নিয়ে দেখা দিয়েছে সংশয়।

Comments

The Daily Star  | English

Houses for homeless: A project destined to fall into ruin

At least a dozen homes built for the homeless and landless on a river island in Bogura’s Sariakandi upazila have been devoured by the Jamuna while dozens of others are under threat of being lost.

5h ago