সাতক্ষীরায় ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা নিহত
সাতক্ষীরার তালা উপজেলায় গণপিটুনিতে লুৎফর নিকারী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লুৎফরের বাড়ি উপজেলার খলিলনগর ইউনিয়নের জিয়ালা নলতা গ্রামে। স্থানীয় বাসিন্দারা বলেন, খলিলনগর এলাকার হাজরাকাটি উত্তর বিলে তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানের ৬০ বিঘার একটি চিংড়ির ঘের আছে। ওই ঘের থেকে মাছ চুরি অভিযোগে গতকাল রাতে সেলিম নিকারী নামে এক ব্যক্তিকে আটক করে মারধর করা হচ্ছিল। ছেলেকে মারধর করার খবর শুনে লুৎফর ঘটনাস্থলে যান এবং তিনিও মারধরের শিকার হন। আহত অবস্থায় উদ্ধার করে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সেলিম নেকারী বলেছেন, তিনি সরদার মশিয়ার রহমানের ঘেরে মাছ ধরেননি, সরকারি খালে মাছ ধরছিলেন। সেখান থেকে তাকে ধরে নিয়ে গিয়ে মারধর করা হয়।
লুৎফরের মৃত্যুর ঘটনায় সরদার মশিয়ার রহমানের ফাঁসির দাবিতে গ্রামের বাসিন্দারা আজ সকালে মিছিলে করে।
এ প্রসঙ্গে জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) হুমায়ন কবীর দ্য ডেইলি স্টারকে বলেন, ‘তালা উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’
Comments