শীর্ষ খবর

সিনহা হত্যা মামলায় এপিবিএনের ৩ সদস্য রিমান্ডে

মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) তিন সদস্যকে সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে টেকনাফের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এই আদেশ দেন।
সিনহা মো. রাশেদ খান। ছবি: সংগৃহীত

মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) তিন সদস্যকে সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে টেকনাফের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এই আদেশ দেন।

এপিবিএনের সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহজাহান, কনস্টেবল রাজীব ও আবদুল্লাহকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চান মামলাটির তদন্তকারী কর্মকর্তা র‌্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ঘটনার দিন এই তিন জনই এপিবিএনের চেকপোস্টে দায়িত্ব পালন করেছেন। সিনহা হত্যা মামলায় তিন জনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যাওয়ায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।’

গত ৫ আগস্ট সিনহার বড় বোন বাদী হয়ে একই আদালতে টেকনাফ থানার বরখাস্তকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ, বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক লিয়াকত আলী, থানার উপপরিদর্শক নন্দলাল রক্ষিতসহ নয় পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা করেন। সেই মামলায় এপিবিএন’র তিন সদস্যকে জিজ্ঞাসাবাদ করে র‌্যাব।

আজ সকালে জিজ্ঞাসাবাদের জন্য প্রদীপ কুমার দাশ, লিয়াকত আলী ও নন্দলাল রক্ষিতকে তাদের হেফাজতে নিয়েছে তদন্ত সংস্থা।

Comments

The Daily Star  | English

3 buses set on fire within 10 minutes

The incidents were reported in the capital's Gabtoli, Agargaon, and Sayedabad

5h ago