ট্রাম্প ভুল প্রেসিডেন্ট: মিশেল ওবামা

ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার ‘ভুল প্রেসিডেন্ট’ হিসেবে আখ্যা দিয়েছেন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা।

ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার ‘ভুল প্রেসিডেন্ট’ হিসেবে আখ্যা দিয়েছেন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা।

গতকাল সোমবার রাতে শুরু হওয়া সপ্তাহব্যাপী ডেমোক্রোটিক দলে জাতীয় সম্মেলনের প্রথম দিনে দেওয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

মিশেল বলেন, ‘ট্রাম্পকে তার দায়িত্ব পালনের জন্যে অনেক সময় দেওয়া হয়েছে। কিন্তু, এটা পরিষ্কার যে তিনি সময়ের চাহিদা মেটাতে পারেননি।’

একই সঙ্গে তিনি সাবেক ভাইস-প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষে দলীয় মনোনয়নের জন্যে ডেমোক্রেটিক দলের সমর্থন চান।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, মিশেল ওবামা তার আবেগঘন বক্তব্যে বলেন, ‘আমরা জো বাইডেনকে ভোট দিতে চাই। কেননা, আমাদের জীবন এর ওপর নির্ভর করছে।’

বর্তমান প্রেসিডেন্ট ও ক্ষমতাসীন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ‘বিশৃঙ্খলা’ ও ‘বিভেদ’ সৃষ্টিকারী হিসেবে আখ্যা দিয়ে মিশেল ওবামা বলেন, ‘তার শাসনব্যবস্থা জনমনে স্বস্তি তৈরিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।’

সাবেক ফার্স্ট লেডি ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পের বিজয় নিয়েও প্রশ্ন তোলেন।

তিনি তার বক্তব্যে ট্রাম্পকে ক্রমাগত আক্রমণ করেন। ট্রাম্পকে ‘শ্বেতাঙ্গ আধিপত্যের মশালবাহক’ হিসেবেও অভিহীত করেন মিশেল।

চলমান করোনাভাইরাস মোকাবিলায় প্রেসিডেন্টের ব্যর্থতার কথা তুলে ধরেন তিনি। বলেন, ‘চার বছর আগে বারাক ওবামা আমেরিকার জন্যে যে শক্তিশালী অর্থনীতি রেখে গিয়েছিলেন তা ট্রাম্প টেনে পেছনে নিয়ে গেছেন।’

‘আমি সততার সঙ্গে ও পরিষ্কারভাবে বলতে চাই, ডোনাল্ড ট্রাম্প আমাদের দেশের জন্যে ভুল প্রেসিডেন্ট,’ যোগ করেন মিশেল ওবামা।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago