রাঙ্গামাটিতে করোনায় আক্রান্ত থেকে সুস্থতার হার বেশি

রাঙ্গামাটি জেলায় করোনা আক্রান্তের হার ২২ দশমিক ৭৬ শতাংশ। জেলায় সুস্থতার হার ৮৫ দশমিক ৮৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলার সিভিল সার্জন ডা. বিপাশ খীসা।
স্টার অনলাইন গ্রাফিক্স

রাঙ্গামাটি জেলায় করোনা আক্রান্তের হার ২২ দশমিক ৭৬ শতাংশ। জেলায় সুস্থতার হার ৮৫ দশমিক ৮৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলার সিভিল সার্জন ডা. বিপাশ খীসা।

আজ মঙ্গলবার সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভায় জেলার করোনা নিয়ে সার্বিক চিত্র উপস্থাপনের সময় এসব তথ্য জানান তিনি ।

সিভিল সার্জন বলেন, রাঙ্গামাটিতে সোমবার পর্যন্ত ৭৫৭ জন করোনা পজিটিভ হয়েছেন। তার মধ্যে ৬৫০ জন সুস্থ হয়েছেন এবং ১০ জন মারা গেছেন। রাঙ্গামাটিতে পিসিআর ল্যাব চালু হওয়ার ফলে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট পাওয়া সহজ হয়েছে।  

সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা রাঙ্গামাটিতে সংকটাপন্ন করোনা রোগীদের চিকিৎসায় ৫০ বেডের হাইফ্লো অক্সিজেন ব্যবস্থা চালুর আহ্বান জানান।  

রাঙ্গামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম এর পরিচালনায় জেলা পরিষদের এনেক্স ভবনে অনুষ্ঠিত সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুই প্রু চৌধুরী, পরিষদ সদস্য মুছা মাতব্বর, সদস্য ত্রিদীব কান্তি দাশ, সদস্য সাধন মনি চাকমা এবং জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago