যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের আরও ৪ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর নিহতের ঘটনায় কেন্দ্রের উপ-তত্ত্বাবধায়ক (প্রবেশন অফিসার) মাসুম বিল্লাহসহ আরও চার কর্মকর্তাকে গতকাল সোমবার রাতে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
এর আগে কেন্দ্রের তত্ত্বাবধায়ক (সহকারী পরিচালক) আব্দুল্লাহ আল মাসুদকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
আজ মঙ্গলবার যশোর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অসিত কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বরখাস্তকৃত চার কর্মকর্তা হচ্ছেন-শিশু উন্নয়ন কেন্দ্রের উপ-তত্ত্বাবধায়ক (প্রবেশন অফিসার) মাসুম বিল্লাহ, কারিগরি প্রশিক্ষক (ওয়েল্ডিং) ওমর ফারুক, ফিজিক্যাল ইনস্ট্রাক্টর একেএম শাহানুর আলম ও সাইকো সোশ্যাল কাউন্সেলর মুশফিকুর রহমান।
সূত্র জানায়, এর আগে তিন কিশোর নিহতের ঘটনায় আটককৃত কেন্দ্রের তত্ত্বাবধায়ক (সহকারী পরিচালক) আব্দুল্লাহ আল মাসুদকে সাময়িক বরখাস্ত করেছিল কর্তৃপক্ষ। এ নিয়ে অভিযুক্ত পাঁচ কর্মকর্তাকেই সাময়িক বরখাস্ত করা হলো।
আজ কেন্দ্রের দুই কর্মকর্তা এ কে এম শাহানুর আলম ও ওমর ফারুকের রিমান্ড শেষ হবে।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের পরিদর্শক মো. রোকিবুজ্জামান জানান, রিমান্ডে জিজ্ঞাসাবাদে আটক কর্মকর্তাদের কাছ থেকে বন্দি হত্যার ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
Comments