সেন্টমার্টিনে ভ্রমণ বন্ধ হলে ৩ লাখ মানুষের জীবিকা হুমকিতে পড়বে: টুয়াক

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটক যাওয়া বন্ধ হলে স্থানীয় বাসিন্দা, ক্ষুদ্র ব্যবসায়ীসহ প্রায় তিন লাখ মানুষের জীবিকা হুমকিতে পড়বে এবং পর্যটন খাতে বিনিয়োগকারীদের প্রায় দেড় হাজার কোটি টাকার ক্ষতি হবে বলে জানিয়েছে ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক)।
Saintmartin.jpg
প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ছবি: স্টার ফাইল ফটো

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটক যাওয়া বন্ধ হলে স্থানীয় বাসিন্দা, ক্ষুদ্র ব্যবসায়ীসহ প্রায় তিন লাখ মানুষের জীবিকা হুমকিতে পড়বে এবং পর্যটন খাতে বিনিয়োগকারীদের প্রায় দেড় হাজার কোটি টাকার ক্ষতি হবে বলে জানিয়েছে ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক)।

আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে কক্সবাজারের ট্যুর অপারেটরদের সংগঠন টুয়াক এ কথা জানিয়েছে।

সেন্টমার্টিন দ্বীপে দিনে মাত্র ১ হাজার ২৫০ জন পর্যটক ভ্রমণ করতে পারবে এবং রাতে সেখানে পর্যটক অবস্থান করতে পারবেন না, সম্প্রতি সরকারের নেওয়া এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে টুয়াক।

টুয়াক জানায়, সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের ভ্রমণ সীমিতকরণ বা রাত্রিযাপনে নিষেধাজ্ঞা আরোপিত হলে পর্যটন শিল্পে নিয়োজিত সাত থেকে আটটি জাহাজ, ২০০ থেকে ৩০০ বাস-মিনিবাস, ১০০ মাইক্রোবাস, ২০০ ট্যুর অপারেটর প্রতিষ্ঠান, ৪০০ জন টুরিস্ট গাইড এবং দ্বীপের ১২০টি হোটেল-কটেজ ও ৭০টি রেস্তোরাঁয় কর্মরতদের জীবন-জীবিকা বিপন্ন হওয়ার আশংকা আছে।

টুয়াক সভাপতি তোফায়েল আহম্মেদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন টুয়াকের প্রধান উপদেষ্টা মুফিজুর রহমান।

Comments

The Daily Star  | English

Metro rail launches Friday operations

Trains will leave Uttara North Station for Motijheel between 3:30pm and 9:00pm every Friday

18m ago