তামিম, মুশফিকদের বাড়ি বাড়ি গিয়ে হবে করোনা পরীক্ষা
শ্রীলঙ্কা সফর সামনে রেখে আবাসিক ক্যাম্প শুরুর আগে জাতীয় দলের ক্রিকেটারদের বাড়ি বাড়ি গিয়ে কোভিড-১৯ পরীক্ষা করা হবে। সেপ্টেম্বরের ১৮ তারিখে করোনা পরীক্ষার পর দেশে কদিন অনুশীলন করবেন তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা। শ্রীলঙ্কা যাওয়ার আগে প্রয়োজনে হতে পারে একাধিক করোনা পরীক্ষাও।
ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, আবাসিক ক্যাম্প শেষে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে এইচপি দলসহ ভাড়া করা বিমানে জাতীয় দলকে পাঠানো হবে শ্রীলঙ্কায়।
মঙ্গলবার সংবাদ মাধ্যমকে আকরাম জানান, ক্রিকেটারদের করোনাভাইরাস পরীক্ষার পুরো পরিকল্পনা করে ফেলেছেন তারা, ‘আগামী ১৮ তারিখ (সেপ্টেম্বর) ক্রিকেটারদের বাড়িতে গিয়ে কোভিড পরীক্ষা করা হবে। এরপর হোটেলে যেন ২০ সেপ্টেম্বর ওঠা যায়, সে ব্যাপারে ভাবছি। ক্যাম্প শুরু হবে ২১ সেপ্টেম্বর থেকে। কিছুদিন অনুশীলন করার পর আমরা শ্রীলঙ্কা যাব।’
সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে শ্রীলঙ্কা সফরের জন্য ২০-২২ জনের স্কোয়াড দেবে বিসিবি। একই সময়ে ২৪ জনের এইচপি স্কোয়াডও ঘোষণা করা হবে। দুটি দলকে একসঙ্গেই ভাড়া করা বিমানে লঙ্কায় পাঠাবে বোর্ড।
শ্রীলঙ্কায় গিয়ে সুর্দিষ্ট কোয়ারেন্টিনের নিয়ম মানার পর সেখানেই টেস্ট সিরিজের প্রস্তুতি নেবেন তামিম ইকবালরা। এইচপি দলের সঙ্গে ভাগ হয়ে জাতীয় দল শ্রীলঙ্কাতেই খেলবে একাধিক প্রস্তুতি ম্যাচ।
২৪ অক্টোবর শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার টেস্ট সিরিজ।
Comments