বায়ার্নকে হারিয়ে ফাইনালে উঠবে লিঁও, প্রত্যাশা এমবাপের

Kylian Mbappe
ছবি: এএফপি

প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকা কিলিয়ান এমবাপে মনে করেন শক্তিশালী বায়ার্ন মিউনিখকে হারিয়ে ফাইনালে উঠে যাবে ফরাসী দল অলিম্পিক লিঁও। আর তেমনটা হলে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল পরিণত হবে ফরাসী ফাইনালে।

মঙ্গলবার রাতে পর্তুগালের লিসবনে জার্মান ক্লাব আরবি লাইপজিগকে ৩-০ গোলে গুঁড়িয়ে ফাইনালে উঠেছে ফরাসী চ্যাম্পিয়ন্স পিএসজি।

ইউরোপের শীর্ষ এই লিগে প্রথমবারের ফাইনালে উঠতে পারল পিএসজি। এমন ইতিহাস লেখার পর ফাইনালে প্রতিপক্ষ হিসেবে কাকে চাইবে পিএসজি? এমবাপে রাখঢাক না করেই পক্ষ নিয়েছেন লিঁওর, ‘আমি লিঁওর পক্ষ নিব, কারণ তারা ফ্রেঞ্চ ক্লাব।’

কোয়ার্টার ফাইনালে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে ৮-২ গোলে বিধ্বস্ত করে সেমিতে উঠে বায়ার্ন। গতি আর প্রেসিং ফুটবল দিয়ে দাপট দেখাচ্ছে তারা। এদিকে অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে জুভেন্টাসকে বিদায় করার পর কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে সেমিতে আসে লিঁও।

এমবাপের ধারণা খেলা হবে হাড্ডাহাড্ডি। তবে তাতে লিঁও জিতে গেলে ফ্রান্সের জন্য হবে সেটা বিশেষ উপলক্ষ,  ‘খুব কঠিন ম্যাচ হতে যাচ্ছে। যদি বায়ার্ন যদি, ঠিকাছে সমস্যা নেই। কিন্তু যদি লিঁও উঠে যায় ফাইনালে সেটা হবে খুবই বিশেষ উপলক্ষ।’

২০০৪ সালে মোনাকোর পর আর কোন ফরাসী দল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে পারেনি। মার্কুইনিস, আনহেল ডি মারিয়া আর হুয়ান বার্নাটের গোলে সেই খরা গুছিয়েছে পিএসজি। নামেভারে বায়ার্ন থেকে অনেকখানি পিছিয়ে থাকা লিঁও যদি ফাইনালে উঠে যায় ফরাসীদের জন্য তা হবে বিশেষভাবে স্মরণীয়।

সর্বশেষ ফ্রেঞ্চ লিগ ওয়ানে চ্যাম্পিয়ন হয়েছে পিএসজি, আর সাত নম্বরে থেকে লিগ শেষ করেছিল লিঁও। তবে চ্যাম্পিয়ন্স লিগে তাদের দেখা যাচ্ছে ভিন্ন মেজাজে।

Comments

The Daily Star  | English

Doubts growing about interim govt’s capability to govern: Tarique

"If we observe recent developments, doubts are gradually growing among various sections of people and professionals for various reasons about the interim government's ability to carry out its duties."

2h ago