সম্পর্ক জোরদারে শ্রিংলার আকস্মিক সফর

আকস্মিক সফরে ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই বার্তা আনেন যে, ঢাকার সঙ্গে দিল্লি বিশেষ সম্পর্ক রয়েছে। উন্নয়ন অংশীদার হিসেবে এই সম্পর্ক চলমান থাকবে।
হর্ষ বর্ধন শ্রিংলা। ছবি: ফাইল ফটো

আকস্মিক সফরে ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই বার্তা আনেন যে, ঢাকার সঙ্গে দিল্লি বিশেষ সম্পর্ক রয়েছে। উন্নয়ন অংশীদার হিসেবে এই সম্পর্ক চলমান থাকবে।

শ্রিংলা গতকাল মঙ্গলবার সকালে ঢাকায় আসার পর সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তারা করোনা মহামারি পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার ও সহযোগিতার বিষয়ে আলোচনা করেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ঢাকায় ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাশ গতরাতে হোটেল সোনারগাঁওয়ে সংক্ষিপ্ত মিডিয়া ব্রিফিংয়ে বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ ও বিশেষ সম্পর্ক রয়েছে। সেই কারণে মহামারি মধ্যেই এই বার্তা নিয়ে পররাষ্ট্রসচিব অনানুষ্ঠানিক সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা নিয়ে একজন শীর্ষ কর্মকর্তার ঢাকায় আসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনন্দিত হয়েছেন বলেও ভারতীয় কর্মকর্তারা জানান।

শ্রিংলা ভারতীয় বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে গতকাল সকাল সাড়ে ১১টায় ঢাকায় আসেন। তিনি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন সন্ধ্যা সাড়ে ৭টায়। যদিও তাদের বৈঠক হওয়ার কথা ছিল দুপুর ৩টায়। তাদের বৈঠক এক ঘণ্টা স্থায়ী হয়।

এর আগে ভারতীয় গণমাধ্যম জানিয়েছিল, শেখ হাসিনার কাছে নরেন্দ্র মোদির ব্যক্তিগত বার্তা নিয়ে যাচ্ছেন শ্রিংলা।

শ্রিংলার ঢাকায় আসার অল্প সময় আগে আনুষ্ঠানিকভাবে তার সফর সম্পর্কে ঘোষণা দেওয়া হয়। কূটনৈতিক সূত্র মতে, বাংলাদেশে চীনের প্রভাব বিস্তারে নতুন দিল্লির উদ্বেগের মধ্যে ভারতীয় পররাষ্ট্রসচিবের এই সফর অনুষ্ঠিত হলো।

একজন ভারতীয় কূটনীতিক দ্য ডেইলি স্টারকে বলেন, এটি পররাষ্ট্রসচিব ও বাংলাদেশে সাবেক হাইকমিশনার শ্রিংলার ‘অনানুষ্ঠানিক’ সফর ছিল। গত জানুয়ারিতে পররাষ্ট্রসচিব হিসেবে যোগ দেওয়ার পর তিনি মার্চের প্রথম দিকে ঢাকায় এসেছিলেন নরেন্দ্র মোদির নির্ধারিত ঢাকা সফরকে সামনে রেখে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে মোদির ঢাকায় আসার কথা ছিল। করোনা মহামারির কারণে মোদি সেই অনুষ্ঠানে আসতে পারেননি।

গতকাল ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক সংক্ষিপ্ত বার্তায় বলা হয়, শ্রিংলা ‘পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা এগিয়ে নিতে আলোচনা করবেন’।

একজন কূটনীতিকের মতে, ‘মহামারির কারণে প্রধানমন্ত্রী মোদি ঢাকায় আসতে পারেননি। তবে আমরা আমাদের সফর বন্ধ রাখতে পারি না। সেই দৃষ্টিকোণ থেকেই শ্রিংলা ঢাকা সফরে এসেছেন। এর মাধ্যমে আমাদের সম্পর্কের গভীরতা প্রকাশ পেয়েছে।’

গত মার্চের মাঝামাঝি করোনা মহামারি শুরুর পর এই প্রথম কোনো উচ্চপর্যায়ের ভারতীয় কর্মকর্তা ঢাকা সফরে এলেন।

আমাদের নতুন দিল্লি সংবাদদাতা জানান, গত সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী মোদি, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর ও পররাষ্ট্রসচিব শ্রিংলার মধ্যে উচ্চপর্যায়ের বৈঠকের পর শ্রিংলা ঢাকা সফরে আসেন। সেই বৈঠকে তারা বাংলাদেশ ও নেপালের সঙ্গে ভারতের সম্পর্কের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা করেন।

ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা বলেন, বাংলাদেশের সঙ্গে দীর্ঘ-মেয়াদী সম্পর্কের বিষয়ে ভারত একটি রোডম্যাপ খুঁজছে।

হাসিনা ও শ্রিংলার মধ্যে বৈঠকের বিষয়ে সেই কর্মকর্তা বলেন, মহামারি চলাকালে চিকিৎসা ও ব্যবসার প্রয়োজনে শুধুমাত্র বাংলাদেশ ও ভারতের মধ্যে উড়োজাহাজ চলাচলের প্রস্তাব দিয়েছে ভারত।

অপর এক কর্মকর্তা বলেন, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে জয়েন্ট কনসালটেটিভ কমিশনের ভার্চুয়াল বৈঠকের সম্ভাবনা নিয়েও হাসিনা ও শ্রিংলার বৈঠকে আলোচনা করা হয়েছে।

করোনা-পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে যোগাযোগ, ভ্যাকসিকসহ অন্যান্য বিষয়ে পারস্পরিক সহযোগিতা, মুজিববর্ষ উদযাপন, আগামী বছর বাংলাদেশের স্বাধীনতা ও ভারত-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর পূর্তি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তবে করোনার ভ্যাকসিন বিষয়ে কী ধরনের সহযোগিতা ভারত করতে চায় সে বিষয়ে ভারতীয় কর্মকর্তারা কিছু বলতে পারেননি।

গতকাল ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু’র প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে তিস্তা নদীকে কেন্দ্র করে সেচ প্রকল্পে চীনের প্রায় ১০০ কোটি ডলার সহযোগিতার সম্ভাবনার প্রেক্ষাপটে শ্রিংলার এই সফর। বাংলাদেশ-ভারত আলোচনার কেন্দ্রে রয়েছে তিস্তা নদীর পানি বণ্টন ইস্যু।

Comments

The Daily Star  | English
PM visit to India

Hasina likely to kick off AL campaign with Sylhet rally on Dec 20: Quader

Prime Minister Sheikh Hasina, also the president of the ruling Awami League, will formally kick off the election campaign of the ruling party from a rally in Sylhet likely to be held on December 20.

2h ago