করোনা পরীক্ষার ফি কমিয়েছে সরকার

সরকারিভাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য ফি কমানো হয়েছে। আজ বুধবার দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ সংক্রান্ত একটি অফিস আদেশে স্বাক্ষর করেছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুন আদেশের ফলে এখন থেকে হাসপাতালে গিয়ে করোনা পরীক্ষা করাতে ১০০ টাকা ফি দিতে হবে। আর বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করলে দিতে হবে ৩০০ টাকা।
এর আগে, হাসপাতালে গিয়ে পরীক্ষা করাতে ২০০ টাকা এবং বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করলে ৫০০ টাকা দিতে হতো।
Comments