ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তের নির্দেশ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করতে চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা শাখাকে নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুর সোয়া ৩টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমান একটি অভিযোগ আমলে নিয়ে এই আদেশ দেন।
Dr_Zafrullah
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। ছবি: সংগৃহীত

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করতে চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা শাখাকে নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুর সোয়া ৩টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমান একটি অভিযোগ আমলে নিয়ে এই আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী মিঠুন বিশ্বাস দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরী ধর্মীয় কটূক্তির মাধ্যমে একটি সম্প্রদায়ের মানহানি করেছেন। আদালত মানহানির বিষয়টি (দণ্ডবিধির ৫০০ ধারায় আনা অভিযোগ) আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ১৯ নভেম্বর এই আদালত পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন।’

এ বিষয়ে জানতে চাইলে ডা. জাফরুল্লাহ চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমি কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলিনি। কোনো ধর্মের বিরুদ্ধে আমার বিদ্বেষ নেই। কে বা কারা মামলা করেছে আমি জানি না। তবে এই অভিযোগের জাস্টিফিকেশন আছে বলে আমি মনে করি না। যে কেউ আমার সঙ্গে কথা বলতে চাইলে বলতে পারেন।’

Comments

The Daily Star  | English

Ban on plastic bags a boon for eco-friendly sacks

Availability of raw materials now a challenge

1h ago