কংগ্রেস প্রধান হওয়া উচিত গান্ধী পরিবারের বাইরের কারো: প্রিয়াঙ্কা গান্ধী

Priyanka Gandhi
প্রিয়াঙ্কা গান্ধী। ছবি: এনডিটিভি থেকে নেওয়া

ভারতের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল কংগ্রেসের প্রধান হিসেবে গান্ধী পরিবারের বাইরের কারো দায়িত্ব নেওয়া উচিত বলে মনে করেন দলটির সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।

টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়, প্রিয়াঙ্কার ভাই রাহুল গান্ধী যখন দলটির প্রধানের পদ থেকে পদত্যাগ করেন, তখন তিনিও একই কথা বলেছিলেন।

রাহুলের সঙ্গে কণ্ঠ মিলিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘সে (রাহুল) বলেছিল, আমাদের (পরিবারের) কারোই দলের প্রধান হিসেবে থাকা উচিত না এবং তার সঙ্গে আমি সম্পূর্ণ সহমত পোষণ করছি।’

প্রিয়াঙ্কার স্বামী রবার্ট ভদ্রের নামে ওঠা দুর্নীতির অভিযোগ সম্পর্কে প্রিয়াঙ্কা বলেছেন, ‘এসব প্রচারের ফলে আমাদের সন্তানদের ওপর খারাপ প্রভাব পড়েছে।’

তিনি বলেন, ‘অভিযোগ ওঠার পর প্রথমেই আমি গিয়েছি আমার ১৩ বছর বয়সী ছেলে কাছে এবং তাকে প্রতিটি লেনদেনের হিসাব দেখিয়েছি। একইভাবে দেখিয়েছি আমার মেয়েকেও। আমি কোনো ভুল করলে বা আমার কোনো দুর্বলতা থাকলে সেটাও আমি আমার সন্তানদের কাছে লুকাই না।’

Comments

The Daily Star  | English

5 more advisers to be sworn in today

The oath-taking will take place at the Darbar Hall of the Bangabhaban at 7:00pm

49m ago