৬ সেপ্টেম্বর জাতীয় সংসদের ৯ম অধিবেশন শুরু

আগামী ৬ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি আবদুল হামিদ বাংলাদেশের সংবিধানের ৭২ (১) এর অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।
জাতীয় সংসদ ভবন। ছবি: সংগৃহীত

আগামী ৬ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি আবদুল হামিদ বাংলাদেশের সংবিধানের ৭২ (১) এর অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

আজ বুধবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য উল্লেখ করা হয়।

৬ সেপ্টেম্বর (রোববার) সকাল ১১টায় এ অধিবেশন শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

নবম অধিবেশনের সময়কাল সংক্ষিপ্ত হতে পারে সংসদ সচিবালয় সূত্র দ্য ডেইলি স্টারকে জানিয়েছে।

গত ৯ জুলাই একাদশ জাতীয় সংসদের বাজেট ও অষ্টম অধিবেশন মূলতবি করা হয়। ৯ কার্যদিবসের এই অধিবেশন সাম্প্রতিক সময়ে বাংলাদেশ জাতীয় সংসদের সংক্ষিপ্ততম বাজেট অধিবেশন ছিল।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago