মঠবাড়িয়ায় ছাত্রলীগ কর্মীর হাত কর্তন: জিজ্ঞাসাবাদের জন্য আটক ১
পিরোজপুরের মঠবাড়িয়ায় স্থানীয় ওয়ার্ড ছাত্রলীগ নেতা শুভ শর্মা শীল (২০) এর হাতের কবজি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।
ছাত্রলীগ নেতা শুভ মঠবাড়িয়া সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী এবং মঠবাড়িয়া পৌরসভার ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং উপজেলার দক্ষিণ মিঠাখালী এলাকার শ্যামল শীলের পুত্র।
মঠবাড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদের সমর্থক ও কর্মী শুভ। স্থানীয়রা জানায়, রিয়াজ উদ্দিন ও মঠবাড়িয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌসের মধ্যে রাজনৈতিক বিরোধ রয়েছে।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মঠবাড়িয়া পৌর শহরের হাসপাতাল সড়কের ব্রিজ সংলগ্ন এলাকায় শুভকে কয়েকজন যুবক পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে তার হাত আটকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হাতের কবজি আলাদা করে দেয়। সেখানে শুভকে রেখে পালিয়ে যায় হামলাকারীরা।
স্থানীয়রা শুভকে উদ্ধার করে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।
রিয়াজ উদ্দিন আহম্মেদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার জেরে মেয়র ফেরদৌসের লোকজন পরিকল্পিতভাবে শুভর উপর হামলা করে তার ডান হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করেছে। হামলাকারীরা মেয়র ফেরদৌসের লোক হিসেবে শুভ চিহ্নিত করেছে বলেও দাবি করেন রিয়াজ।
এদিকে, শুভর ওপর হামলার অভিযোগ নাকচ করে মঠবাড়িয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস জানিয়েছেন, এ ঘটনায় তার কোনো কর্মী জড়িত নন।
তিনি বলেন, গত রাত সাড়ে ৯টার দিকে তার বাসায় ৪০-৫০ জন যুবক হামলা করে বাড়িতে ইট-পাটকেল ছুঁড়েছে। হামলাকারীরা বাড়ির সামনে থাকা দুইটি গাড়িতেও আঘাত করে বলে জানান তিনি।
ছাত্রলীগ কর্মী শুভর উপর বর্বোরোচিত হামলাকারীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ফেরদৌস।
এ বিষয়ে রিয়াজ উদ্দিন জানান, শুভর উপর হামলার ঘটনাটি ধামাচাপা দিতেই নিজের বাড়িতে হামলার নাটক সাজিয়েছেন মেয়র।
শুভর হাতের কবজি কাটার ঘটনায় বুধবার বিকেল পর্যন্ত থানায় কোন মামলা হয়নি বলে জানান মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুজ্জামান। তবে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ জ ম মাসুদুজ্জামান জানান, স্থানীয় যুবকদের মধ্যে একটি মোবাইল ফোনকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে।
Comments