রিমান্ড শেষে সিনহা হত্যা মামলার ৭ আসামি কারাগারে
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের বড় বোনের দায়ের করা হত্যা মামলার সাত আসামিকে কারাগারে নেওয়ার আদেশ দিয়েছেন আদালতে। সাত দিনের রিমান্ড শেষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে র্যাব তাদের টেকনাফ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে।
র্যাবের পক্ষ থেকে নতুন করে রিমান্ড আবেদন না করায় বিচারক তামান্না ফারাহ পুলিশের চার সদস্যসহ মোট সাত আসামিকে কারাগারে নেওয়ার আদেশ দেন।
এরা হলেন— পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) লিটন মিয়া, কনস্টেবল আবদুল্লাহ আল মামুন, কামাল হোসেন ও সাফানুর করিম এবং মামলার তিন সাক্ষী নুরুল আমিন, নিজাম উদ্দিন ও মো. আয়াশ।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা র্যাব সিনিয়র এএসপি খায়রুল ইসলাম দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই মামলায় আজ আসামিদের সাত দিনের রিমান্ড শেষ হয়েছে।
এর আগে চার পুলিশ সদস্যকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছিলেন আদালত।
আরও পড়ুন:
সিনহা হত্যায় ৩ সাক্ষী ও ৪ পুলিশ সদস্য ৭ দিনের রিমান্ডে
সিনহা হত্যা মামলার ৪ আসামিকে কারা ফটকে জিজ্ঞাসাবাদ
Comments