দিল্লির ২৯ শতাংশ মানুষের শরীরে করোনার অ্যান্টিবডি: জরিপ

দিল্লির ২৯ শতাংশের বেশি মানুষের শরীরে করোনা প্রতিরোধ (অ্যান্টিবডি) ক্ষমতা তৈরি হয়ে গেছে বলে এক জরিপে উল্লেখ করা হয়েছে।
দিল্লিতে ফিরছেন অভিবাসী শ্রমিকরা। ১৭ আগস্ট ২০২০। ছবি: রয়টার্স

দিল্লির ২৯ শতাংশের বেশি মানুষের শরীরে করোনা প্রতিরোধ (অ্যান্টিবডি) ক্ষমতা তৈরি হয়ে গেছে বলে এক জরিপে উল্লেখ করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে আজ বৃহস্পতিবার বলা হয়, সম্প্রতি ভারতের রাজধানী শহর দিল্লিতে একটি সেরোলজিক্যাল সার্ভে চালানো হয়। সেই জরিপ থেকে এই তথ্য জানা যায়।

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন গণমাধ্যমকে বলেন, ‘দ্বিতীয় সেরোলজিক্যাল জরিপে দেখা গিয়েছে যে রাজধানীর ২৯ দশমিক ১ শতাংশ অধিবাসীর শরীরে করোনাভাইরাসের প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে।’

জরিপ মতে, দিল্লির ৫৮ লাখ মানুষের শরীরে এখন করোনার অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। জরিপে আরও দেখা গেছে, দিল্লির দক্ষিণ-পশ্চিম জেলাগুলোতে সব থেকে বেশি অর্থাৎ প্রায় ৩৩ দশমিক ২ শতাংশ মানুষের মধ্যে এই অ্যান্টিবডির অস্তিত্ব পাওয়া গেছে।

নতুন দিল্লিতে ২৪ দশমিক ৬ শতাংশের শরীরে পাওয়া গেছে অ্যান্টিবডি।

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিজ্ঞানীরা মনে করছেন ৪০ শতাংশ মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গেলে হার্ড ইমিউনিটির ব্যাপারটি শুরু হয়ে যাবে।’

তার মতে, ভাইরাসে আক্রান্ত হওয়ার পর যাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে তারা আগামী ছয় থেকে আট মাস করোনার সংক্রমণ থেকে সুরক্ষিত থাকবেন।’

সম্প্রতি, করোনা থেকে সুস্থ হওয়া স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন আরও বলেন, ‘বিজ্ঞানীদের মতে অ্যান্টিবডিগুলো ছয় মাস থেকে আট মাস পর্যন্ত প্রতিরোধকারী শক্তি হিসাবে কাজ করবে।’

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত ১ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত দিল্লিতে পরিচালিত এই জরিপের পর আগামী সেপ্টেম্বর ও অক্টোববরেও এমন জরিপ করার পরিকল্পনা রয়েছে দিল্লি সরকারের।

গত জুলাইয়ে দিল্লিতে প্রথম জরিপ করা হয়েছিল। তখন ২৩ দশমিক ৪৮ শতাংশ মানুষের মধ্যে অ্যান্টিবডি পাওয়া গিয়েছিল।

এবারের জরিপে দিল্লির ১১টি জেলা থেকে ১৫ হাজার মানুষের রক্তের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়।

দিল্লি সরকার গত মাসেই ঘোষণা করে যে প্রতি মাসের শুরুতে এমন জরিপ পরিচালনা করা হবে।

Comments

The Daily Star  | English

Saber Hossain Chowdhury arrested

The Detective Branch of police arrested former environment minister Saber Hossain Chowdhury from the capital’s Gulshan area today

19m ago