২৪ ঘণ্টায় পরীক্ষা ১৪০৫৯, মৃত্যু ৪১, শনাক্ত ২৮৬৮
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪১ জন। এ পর্যন্ত মারা গেছেন তিন হাজার ৮২২ জন। একই সময়ে ১৪ হাজার ৫৯টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত আরও দুই হাজার ৮৬৮ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো দুই লাখ ৮৭ হাজার ৯৫৯ জনে।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করা ৪১ জনের মধ্যে ৩২ জন পুরুষ ও নয় জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে মৃতদের মধ্যে একজনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে, একজনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, একজনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে।
আর, বয়সসীমা ৫১ থেকে ৬০ এর মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আট জন এবং ষাটোর্ধ্ব ৩০ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও তিন হাজার ২৫৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৬৮ হাজার ৯৯১ জন। সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ লাখ সাত হাজার ৫৫৬টি ।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।
Comments