কোমায় পুতিন সমালোচক নাভালনি, বিষপ্রয়োগের অভিযোগ

রাশিয়ার বিরোধী নেতা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক আলেক্সি নাভালনি সাইবেরিয়ার একটি হাসপাতালে কোমায় আছেন। নাভালনির মুখপাত্র জানিয়েছেন, এক কাপ চা পান করার পর অসুস্থ হয়ে পড়েন নাভালনি।
আলেক্সি নাভালনি। ফাইল ফটো রয়টার্স

রাশিয়ার বিরোধীদলীয় নেতা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক আলেক্সি নাভালনি সাইবেরিয়ার একটি হাসপাতালে কোমায় আছেন। নাভালনির মুখপাত্র জানিয়েছেন, এক কাপ চা পান করার পর অসুস্থ হয়ে পড়েন নাভালনি।

মুখপাত্র কিরা ইয়ারমিশের বরাতে বার্তাসংস্থা রয়টার্স জানায়, নাভালনির শরীরে বিষপ্রয়োগ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইয়ারমিশ জানান, ওমস্ক হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভেন্টিলেশনে আছেন নাভালনি।

নাভালনি গতকাল বুধবার সকালে উড়োজাহাজে করে সাইবেরিয়ার টমস্ক থেকে মস্কো ফেরার পথে অসুস্থ বোধ করতে শুরু করেন।

ইয়ারমিশ বলেন, ‘আমাদের ধারণা, আলেক্সির চায়ের সঙ্গে বিষাক্ত কিছু মেশানো হয়েছে। সকালে তিনি শুধু এটাই পান করেছিলেন। তিনি এখন অচেতন অবস্থায় হাসপাতালে আছেন।’

তার শারীরিক অবস্থা স্থিতিশীল করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন চিকিত্সকরা।

৪৪ বছর বয়সী আইনজীবী ও দুর্নীতিবিরোধী আন্দোলনকারী আলেক্সি নাভালনি ক্রেমলিনবিরোধী বিক্ষোভ সমাবেশ করার জন্য সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকবার কারাবরণ করেন।

আগামী মাসে রাশিয়ার আঞ্চলিক নির্বাচনে নাভালনি ও তার মিত্ররা সমর্থিত প্রার্থীদের প্রচারণায় কাজ করছিলেন।

Comments

The Daily Star  | English

Police see dead man running

Prisoners, migrants, even the deceased get implicated in cases

9h ago